মঙ্গলবার, ১৪ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিরামপুরে গণটিকা ক্যাম্পেইনের উদ্বোধন
বিরামপুরে গণটিকা ক্যাম্পেইনের উদ্বোধন

বিরামপুরে গণটিকা ক্যাম্পেইনের উদ্বোধন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশবাসীকে সুস্থ রাখতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দিনাজপুরের বিরামপুরে একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে কোভিড-১৯ গণটিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।

(৭ আগস্ট) শনিবার সকাল ১১টায় বিরামপুর সরকারি কলেজ চত্তরে বিরামপুর পৌরসভার আয়োজনে কোভিড-১৯ গণটিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠানে পৌর মেয়র আককাস আলীর সভাপতিত্বে গণটিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন-প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক।

এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু,উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়,সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওয়াহেদুন নবী,থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান,মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ শোভন,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, বীর মুক্তিযোদ্ধাগণ,শিক্ষকগণ, উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায় জানান, উপজেলার ১টি পৌরসভায় ৯টি ও ৭টি ইউনিয়নে ৭টি মোট ১৬টি কেন্দ্রে সকালে থেকে বিকেল ৪টা পর্যন্ত কোভিড-১৯ গণটিকাদান ক্যাম্পইনে করোনার টিকা প্রদান করা হচ্ছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।