মঙ্গলবার, ১৪ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
শেখ হাসিনা গাড়ি বহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
শেখ হাসিনা গাড়ি বহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শেখ হাসিনা গাড়ি বহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নতুন সূর্য ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার সাজাপ্রাপ্ত আসামি আরিফুর রহমান রঞ্জুকে (৪২) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার(২০ আগস্ট) রাতে রাজধানীর হাজারীবাগ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হাফিজ আক্তার জানিয়েছেন।

২০০২ সালে সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত ওই আসামি পালাতক ছিলো। আরিফুর কলারোয়া সরকারি কলেজে ছাত্রদলের নেতা ছিল। সে দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

২০০২ সালের ৩০ অগাস্ট ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। সড়ক পথে ঢাকায় ফেরার সময় কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের পাশাপাশি শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়।

এতে শেখ হাসিনার সঙ্গে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকরা আহত হন।

এ ঘটনায় হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনের পৃথক ধারায় দেওয়া তিনটি অভিযোগপত্রের মধ্যে হত্যাচেষ্টা মামলার রায়ে ৫০ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজায় দেন সাতক্ষীরার আদালত।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।