রবিবার, ১৯ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ থানা মনোনিত কলারোয়া
খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ থানা মনোনিত কলারোয়া

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ থানা মনোনিত কলারোয়া

প্রভাষক আসাদুজ্জামান ফারুকীঃ

খুলনা বিভাগের ১০ টি জেলার ৫৯ টি থানার মধ্যে জানুয়ারি মাসে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কলারোয়া থানার ওসি মো: নাসির উদ্দীন মৃধা। একই সাথে কলারোয়া থানাকে বিভাগের শ্রেষ্ঠ থানা মনোনীত করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার বেলা ১২ টায় খুলনা রেঞ্জ ডি.আই.জি ডঃ খন্দকার মহিদ উদ্দীন,বিপিএম (বার) বিভাগের মাসিক অপরাধ সভায় ওসি মো: নাসির উদ্দীন মৃধার হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

গেল জানুয়ারি মাসে ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও আইন শৃংখলা পরিস্থিতি উন্নতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় খুলনা বিভাগের শ্রেষ্ঠ ওসি মনোনীত পূর্বক সফলতার পরিচয় দিয়ে এ পুরস্কার পান তিনি।

ওসি মো: নাসির উদ্দীন মৃধা গত ২৩ ডিসেম্বর কলারোয়া থানায় যোগদান করার পর থেকে সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন ইউনিয়নে ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক বিরোধী সভা সমাবেশ করেছেন।

সর্বোপরি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মো: নাসির উদ্দিন মৃধা বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

মো: নাসির উদ্দীন শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলীমুর রহমানসহ রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠন তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দেন।

ওসি মোঃ নাসির উদ্দীন মৃধা বলেন, আমার এই অর্জনের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকিসহ কলারোয়া থানা পুলিশের সকল অফিসার ও ফোর্সদের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে।

তিনি আরো বলেন, যেকোনো পুরস্কারই ভালো কাজে উৎসাহ জোগায়। আমাকে এ সম্মানে ভূষিত করার জন্য রেঞ্জ ডি.আই.জি স্যারসহ পুলিশের ঊর্ধ্বতন সকল কর্মকর্তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার কর্মস্থল কলারোয়াবাসীর কাছে দোয়া চাচ্ছি- এ পুরস্কার যেন আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগায়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।