শুক্রবার, ১৭ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রায় মীনা দিবস পালিত
কয়রায় মীনা দিবস পালিত

কয়রায় মীনা দিবস পালিত

আলামিন ইসলাম,কয়রাঃ
খুলনার কয়রায় নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে মীনা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গল্প বলার আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে মীনা কার্টুনের বিভিন্ন গল্প তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস।পরবর্তীতে সকাল সাড়ে ১১ টায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান,কবিতা আবৃতি ও নিত্যতে অংশ গ্রহন করেন।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উপজেলা শিক্ষা অফিসের পক্ষে থেকে পুরষ্কার দেওয়া হয়।
এসময় আরও উপস্হিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টর জি এম লোকমান হোসেন,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসলামুল হক মিঠু,তথ্য আপা ইশকিতা আফরিন,মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ সরোয়ার সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।