রবিবার, ১৯ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
রূপসার খেয়াঘাট ইজারা নিয়ে খুলনা সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ মুখোমুখি অবস্থানে
রূপসার খেয়াঘাট ইজারা নিয়ে খুলনা সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ মুখোমুখি অবস্থানে

রূপসার খেয়াঘাট ইজারা নিয়ে খুলনা সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ মুখোমুখি অবস্থানে

প্রেস বিজ্ঞপ্তি, খুলনা:

জেলা পরিষেদের রূপসা খেয়া ঘাট ইজারার দরপত্রে অংশগ্রহণ না করার আহবান জানিয়েছে খুলনা সিটি কর্পোরেশন, (কেসিসি)। মঙ্গলবার খুলনা সিটি কর্পোরেসন (কেসিসি)র জন সংযোগ বিভাগ থেকে প্রেরিত এক ইমেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পরিষদ কার্যালয়-খুলনা কর্তৃক ১২.০২.২০২৩ খ্রি. তারিখের জেপখু/আট-৩২৬/২০২২-২০২৩/৩৯(৫০) নং স্মারকে ‘খেয়াঘাট ইজারার দরপত্র বিজ্ঞপ্তি’র ১৫নং ক্রমিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রূপসা খেয়াঘাটের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যা আপত্তিকর ও নিন্দনীয়।

উল্লেখ্য, রূপসা ঘাটে ফেরী চলাচল বন্ধ হওয়ার পর ২০০৫ সালে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক রূপসা ঘাটটি কেসিসি’র অনুকূলে হস্তান্তর করা হয়। স্থানীয় সরকার বিভাগের নীতিমালা অনুযায়ী কেসিসি কর্তৃপক্ষ ঘাটটি পরিচালনার পাশাপাশি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করে আসছে।
সে কারণে জেলা পরিষদ কার্যালয়-খুলনা কর্তৃক আহবানকৃত দরপত্রের ১৫নং ক্রমিকে উল্লিখিত ‘রূপসা খেয়াঘাট’-এর বিপরীতে কোন প্রকার দরপত্র দাখিল/অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য কেসিসি কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।