ঝাউডাঙ্গা প্রতিনিধি:
শিক্ষার উৎকর্ষ, নৈতিক মূল্যবোধ ও আধুনিকতার সমন্বয়ে একটি উন্নত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সদ্য প্রতিষ্ঠিত গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের উদ্বোধন উপলক্ষে এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ড. মোঃ সাইফুল আলম এর পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান গাজী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ ফারুক হোসেন, সিনিয়র জেলা ও দায়রা জজ। ঝাউডাঙ্গা হাইস্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মাস্টার আনিস উদ্দিন, গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের কো-চেয়ারম্যান মোঃ জাবিদ ইকবাল, পরিচালনা পরিষদের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বাবু, অধ্যাপক রোকেয়া রহমান রিনা, হারুনুর রশিদ সরদার ও সহযোগী অধ্যাপক ডা. মোঃ রোকন উজ জামান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ খলিলুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলুর রহমান, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অত্র এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী সাহেব।
