শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, নির্বাচন সরকারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ দায়িত্ব পালন করবে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে পাইকগাছা থানা চত্বরে নির্বাচন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত সূধীসমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসপি মাহবুবুর রহমান বলেন, “নির্বাচনটা আমাদের জন্য খুবই প্রয়োজন। নির্বাচন বাধাগ্রস্ত হলে যে ধাক্কা আসবে তা কেউ সামলাতে পারবে না। সুন্দর নির্বাচন আয়োজনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”তিনি বলেন, নির্বাচনে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “গণভোট নির্বাচন প্রক্রিয়ার একটি অংশ। সরকারের পাশাপাশি গণভোট নিয়ে সবাইকে নিজেদের অবস্থান থেকে কাজ করতে হবে।”
অহেতুক গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, “পুলিশ কাউকে অহেতুক গ্রেফতার করবে না। যদি কেউ অপরাধ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা ফ্যাসিস্ট, মানুষকে কষ্ট দিয়েছে ও দেশকে বিপর্যয়ে নিয়ে গেছে তাদের ছাড় নেই।”
গণ-অভ্যুত্থান নিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি বলেন, “গণ-অভ্যুত্থান না হলে আমি এসপি হয়ে এখানে আসতে পারতাম না। বিগত দিনে আমরা সবাই কমবেশি ভিকটিম ছিলাম। তাই যাদের আত্মত্যাগে আমরা সুন্দর পরিবেশ পেয়েছি তা স্মরণ রাখতে হবে।”মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, “এই বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।”সভায় সভাপতিত্ব করেন ওসি গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী ও সহকারী পুলিশ সুপার আমীর হামজা। সঞ্চালনা করেন ওসি তদন্ত ইদ্রিসুর রহমান।
সভায় বিএনপি, জামায়াত, ইসলামি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
