সোমবার, ১৩ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউপি নির্বাচনে  মাঠে আ’লীগের ২ প্রার্থী, অন্য দলের প্রার্থী এখন পর্যন্ত নেই
কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউপি নির্বাচনে  মাঠে আ’লীগের ২ প্রার্থী, অন্য দলের প্রার্থী এখন পর্যন্ত নেই

কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউপি নির্বাচনে মাঠে আ’লীগের ২ প্রার্থী, অন্য দলের প্রার্থী এখন পর্যন্ত নেই

নতুন সূর্য ডেস্কঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে ইতোমধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া৷ এলাকার হাট বাজারের চায়ের দোকানগুলোতে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সেই সাথে সম্ভাব্য প্রার্থীরাও মাঠ পর্যায়ে গণসংযোগ, উঠান বৈঠক বাড়িয়েছেন ও লবিং শুরু করেছেন দলীয় মনোনয়নের প্রত্যাশায়।
নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও ইতোমধ্যে উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা তাদের প্রার্থিতা জানান দিতে অগ্রীম ব্যানার ফেস্টুন ও প্যানা বোর্ড টানিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের কেউ কেউ ভোটারদের দিচ্ছেন আগাম প্রতিশ্রুতি। এছাড়াও নানা কৌশল অবলম্বন করে ভোটারদের অনুকূলে নিতে মরিয়া হয়ে উঠেছেন অনেকেই। সেই সাথে দলীয় সমর্থন পেতে চলছে তদবির।

সেক্ষেত্রে দলীয় মনোনয়ন প্রত্যাশায় ক্ষমতাসীন আওয়ামী লীগের হেভিওয়েট ২ প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন৷ যদিও সিদ্ধান্তহীনতায় রয়েছে বিএনপি, তাদের কোন প্রার্থীকে এখনো মাঠে দেখা যায়নি।

জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবেন লাঙ্গলঝাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মাস্টার।

এদিকে, দলীয় মনোনয়নের প্রত্যাশায় দীর্ঘদিন ধরে প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম৷

অপরদিকে, বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে জাহাঙ্গীর হোসেনের কথা লোকমুখে শোনা গেলেও তিনি রয়েছেন দলের সিদ্ধান্তের অপেক্ষায়৷

তবে, নির্বাচনে অংশ গ্রহণ করবেন না বলে তিনি প্রাথমিকভাবে জানিয়েছেন। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মাস্টার বলেন, ছোটবেলা থেকেই মানুষের জন্য সেবা করা একটা নেশা হয়ে দাড়িয়েছে। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে শিক্ষকতার পাশাপাশি অবহেলিত বঞ্চিত তৃণমূল মানুষের পাশে থেকে তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা দেওয়ার লক্ষ্যে গত নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম৷ জনমানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি৷ নির্বাচনে জয়লাভ করার পর এলাকার অবহেলিত মানুষের পাশে থেকে উন্নয়নে সেবা দিয়ে কাজ করেছি৷ চলাচলের অনুপযোগী সড়কগুলো পিচের রাস্তা ও সংস্কার করে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সড়ক, বীর মুক্তিযোদ্ধা এমএ করিম সড়ক, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সড়ক নামকরণ করেছি ও পরিকল্পনায় রয়েছে বীর মুক্তিযোদ্ধা আকবর আলী সড়কও পিচকরণের। প্রতিটি পাড়ায় মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে ক্লাব তৈরি করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে মানুষের পাশে থেকে তাদের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। মনোনয়ন পেয়ে আবারো নির্বাচিত হলে পরিকল্পনায় থাকা নতুন আইডিভুক্ত অসমাপ্ত সকল রাস্তা পর্যায়ক্রমে সংস্কার করে মসজিদ, মাদ্রাসা, মন্দির এলাকার উন্নয়নে মাদক নির্মূল করে শান্তি-শৃঙ্খলার জন্য কাজ করবো৷নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম বলেন, গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম৷ এবারও নৌকার মনোনয়ন পেলে আমি এলাকার তৃণমূল আওয়ামী লীগকে সুসংগঠিত করে জনগণের ন্যায্য অধিকার রক্ষা করে তাদের প্রাপ্ত সেবা নিশ্চিত করে রাষ্ট্রকে সহযোগিতা করবো৷ পাশাপাশি ইউনিয়নের মাহমুদপুর লাঙ্গলঝাড়া, রুদ্রপুর গ্রামসহ স্থানীয় ৪’শ থেকে ৫’শ একর জায়গার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন করতে সড়কের পাশ দিয়ে বেত্রবতী নদী পর্যন্ত একটি টেকসই ড্রেনেজ ব্যবস্থা করে জনসাধারণের পাশে থেকে উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চাই৷ এছাড়াও ইউনিয়নে শতভাগ সুপেয় পানির ব্যবস্থা করে মাদক বাল্যবিবাহ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করে শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে অযথা পুলিশিং হয়রানি ও দালালের দৌরাত্ম্য থেকে মুক্ত করে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করবো৷
কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, কেন্দ্রীয়ভাবে ইউপি নির্বাচনী তফশীল ঘোষণা হলেই কলারোয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ভোটার ৮ হাজার ৮২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৩২৫ জন ও মহিলা ভোটার ৪ হাজার ৪৯৮ জন৷

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।