বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
আসন্ন কলারোয়া পৌরসভা   নির্বাচনে নির্দেশনা প্রদান
আসন্ন কলারোয়া পৌরসভা   নির্বাচনে নির্দেশনা প্রদান

আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনে নির্দেশনা প্রদান

নতুন সূর্য ডেস্কঃ

কলারোয়া পৌরসভার আসন্ন সাধারন নির্বাচনে এলাকার বিদ্যমান সকল প্রকার নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশনা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো: নাজমুল কবির জানান, কলারোয়া পৌরসভা সাধারন নির্বাচন আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠানের লক্ষ্যে পৌরসভা( নির্বাচন আচারণ) বিধিমালা ২০১৫ এর বিধি-৫ অনুসারে প্রচারণার সময় কোন প্রার্থী বা রাজনৈতিক দল কিংবা উহার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ভোট গ্রহনের জন্য নির্ধারিত দিনের ৩(তিন) সপ্তাহ সময়ের পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। এমনকি প্রতীক বরাদ্দের পূর্বে প্রচারণা চালানো যাবে না বলে জানান। বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) কলারোয়া পৌর সদরে মাইকিং করে প্রচারণার মাধ্যমে তিনি আরও জানান, আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, লিফলেট, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে নিজ খরচে আগামী ১৮ ডিসেম্বর রাত ১২ টার মধ্যে অপসারণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। নির্দেশ অমান্যকারীদের স্থানীয় সরকার(পৌরসভা) নির্বাচন বিধিালা,২০১০ এর ৮৪ বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে  প্রচার করা হয়। এ ব্যাপারে কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, আগামী ৩০ জানুয়ারি কলারোয়া পৌরসভা সাধারন নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কতৃক সরকারি নির্দেশনা বাস্তবায়ন  করতে উপজেলা নির্বাচন অফিস বদ্ধপরিকর।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।