সোমবার, ১৩ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডিবি পরিচয়ে ছিনতাই,গ্রেফতার ২ পুলিশ
ডিবি পরিচয়ে ছিনতাই,গ্রেফতার ২ পুলিশ

ডিবি পরিচয়ে ছিনতাই,গ্রেফতার ২ পুলিশ

নতুন সূর্য ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে দায়ের হওয়া মামলায় সীতাকুণ্ড থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার দুই পুলিশ সদস্য হলেন এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলাম। চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এসএম রাশিদুল হক এ তথ্য নিশ্চিত করেন।এসএম রাশিদুল হক জানান, গ্রেপ্তার দুজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনাটি তদন্তে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আশরাফুল করিমের নেতৃত্বে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা গাড়িচালকের কাছ থেকে ডিবি পরিচয়ে ২ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করেছিলেন, যা এখনো উদ্ধার করা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর সকালে পিকআপ ভ্যান কিনতে টাকা নিয়ে গাজীপুর থেকে সীতাকুণ্ডে যান চালক আবু জাফর (৪৫)। তবে পিকআপ ভ্যানটির অতিরিক্ত দাম চাওয়ায় তিনি তা না কিনেই গাজীপুরে ফিরে আসার জন্য ওইদিন সন্ধ্যায় সীতাকুণ্ডে শ্যামলী বাসের কাউন্টারে বসে বাসের জন্য অপেক্ষা করছিলেন। সে সময় পুলিশের তিন সোর্স বাস কাউন্টারে গিয়ে জাফরকে ‘ইয়াবা চোরাকারবারি’ বলে অভিহিত করে হুমকি দিতে থাকেন। একপর্যায়ে পুলিশের ওই তিন সোর্স বিষয়টি এসআই সাইফুল ও কনস্টেবল সাইফুলকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে নিজেদের ডিবি পুলিশ হিসেবে পরিচয় দেন। তারা ওই চালকের বিরুদ্ধে পায়ুপথে ইয়াবা পাচারের অভিযোগ তুলে তাকে নিয়ে যান। ওই পুলিশ সদস্যরা এক্স-রে করেও জাফরের কাছে কিছু না পেয়ে একপর্যায়ে তার কাছে থাকা দুই লাখ ৮০ হাজার টাকা নিয়ে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে তাকে ঢাকাগামী একটি বাসে তুলে দেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার মো. আবু জাফর দুই পুলিশ সদস্য ও পুলিশের তিন সোর্সসহ মোট পাঁচজনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা করার পর বিষয়টি আলোচনায় আসে। গতকাল রাতেই ওই দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তদন্ত কমিটির প্রধান এএসপি আশরাফুল করিম জানান, এই মামলার বাকি তিন আসামিকেও গ্রেফতার করা হয়েছে ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।