বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
ইটভাটা হারিয়ে মানবেতর জীবনযাপন কাটাচ্ছেন নিঃস্ব রবিউল ইসলাম
ইটভাটা হারিয়ে মানবেতর জীবনযাপন কাটাচ্ছেন নিঃস্ব রবিউল ইসলাম

ইটভাটা হারিয়ে মানবেতর জীবনযাপন কাটাচ্ছেন নিঃস্ব রবিউল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ

মেধাবী তিন ছেলে মেয়ে মাধ্যমিক ও ভার্সিটিতে লেখা পড়া করেন তারা৷ তাদের খরচের যোগান ও পরিবারের চাহিদা মিটানোর একমাত্র আয়ের উৎস ছিল বাবার ইটভাটা৷ পরিবেশ অধিদপ্তরের অভিযানে শেষ অবলম্বন ইটভাটা টুকু হারিয়ে এখন প্রায়ই নিঃস্ব হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন এমআর ব্রিকস ইটভাটা মালিক রবিউল ইসলাম৷ আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় সন্তানদের মুখের দিকে তাকিয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন৷ এ ঘটনায় মানবেতর জীবন কাটাচ্ছেন কলারোয়া উপজেলার হেলাতলা মোড় গ্রামীণ ব্যাংক সংলগ্ন এমআর ব্রিকস ইটভাটার মালিক রবিউল ইসলাম৷

গত (২৩ শে ডিসেম্বর) পরিবেশ দূষণ করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ইটভাটার চিমনি ভেঙে দিয়ে ইট পোড়ানোর সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দেন পরিবেশ অধিদপ্তর৷ এতে ইটভাটায় চলমান ৩শত লোকের কর্মসংস্থান বন্ধ হয়ে যায়৷ অন্যদিকে ইট ভাটা মালিক রবিউল ইসলামের ভাটাই ব্যবহারিত বিপুল পরিমাণ মূলধন স্থগিতসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকারমত ক্ষয়ক্ষতি হয়৷ যা পুষিয়ে তোলার মত সাধ্য নেই বলে জানান ভাটা মালিক রবিউল ইসলাম৷

ভাটা মালিক রবিউল ইসলাম জানান, পরিবারের একমাত্র আয়ের এর উৎস ও ছেলেমেয়েদের লেখাপড়ার যোগানের অন্যতম উপায় ছিল ইটভাটা যার উপার্জিত লাভের অর্থ দিয়ে চলত সংসারের যাবতীয় খরচ৷ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে মানবেতর জীবন কাটছে এখন৷ তিনি প্রশাসনের দৃষ্টি কামনা করেন যাতে আবার আগের মত স্বাভাবিক জীবন ফিরে পায় ও ছেলে-মেয়ের আলোকিত ভবিষ্যৎ উজ্জ্বল করতে লেখাপড়া করাতে পারেন সে ব্যাপারে সহযোগিতা কামনা করেছেন তিনি৷

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।