মঙ্গলবার, ৭ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
শিবিল স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
শিবিল স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

শিবিল স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

প্রভাষক আসাদুজ্জামান ফারুকীঃ

কলারোয়ার কৃতিসন্তান ও ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুজ্জামান চান্দু’ র জ্যেষ্ঠ পুত্র কাজী আওনাফ আতিফ শিবিলের দ্বিতীয় ওফাত দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ১১ টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে শিবিল স্মৃতি পাঠাগারের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আবেগঘন বক্তব্য রাখেন প্রয়াত শিবিলের পিতা বিশিষ্ট ব্যাংকার কাজী আসাদুজ্জামান চান্দু।

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য পেশ করেন সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,দুপ্রক’র উপজেলা সভাপতি আখতার আসাদুজ্জামান চান্দু, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরি পলাশ, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মতিউর রহমানসহ ব্র্যাক ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিক, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও দুপ্রক’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে প্রয়াত শিবিল এর আত্মার প্রশান্তি ও মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন কলারোয়া উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও কলারোয়া থানা কমপ্লেক্স জামে মসজিদের খতিব প্রভাষক মুহাম্মদ আসাদুজ্জামান ফারুকী।

প্রসঙ্গত: ঢাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের মেধাবী ছাত্র কাজী আওনাফ আতিফ শিবিল ২০১৯ সালের এইদিনে ভারতের ব্যাঙ্গালুরুর নারায়নী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। হার্টের চিকিৎসার জন্য তিনি সেখানে ভর্তি হয়েছিলেন। তার হার্টের অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর এই বিয়োগান্তক ঘটনাটি ঘটে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।