শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
চাষিরা এখন ব্যস্ত সময় পার করছে ধান চাষে
চাষিরা এখন ব্যস্ত সময় পার করছে ধান চাষে

চাষিরা এখন ব্যস্ত সময় পার করছে ধান চাষে


আহসান উল্লাহ, কলারোয়া প্রতিনিধি
কলারোয়া উপজেলার বৃহত্তম খোরদো অঞ্চল জুড়ে চলছে ধান চাষ। কৃষকেরা ব্যস্ত সময় পার করছে ধান চাষ নিয়ে। খোরদো, উলুডাঙ্গা, পাটুলিয়া, দিয়াড়া, পাকুরিয়া, ছলিমপুর সহ আশপাশের অঞ্চল জুড়ে চলছে চাইনিজ ধান চাষ। কৃষকেরা এই ইরি বা চাইনিজ ধান চাষের জন্য জমি প্রস্তুত করেন জৈব সার দিয়ে। ফলন বৃদ্ধি ও অধিক ফসল পাওয়ার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন কীটনাশক সহ বিভিন্ন রাসায়নিক সার। ধান চাষের জন্য মুখ্য ভূমিকা পালন করেন পানিসেচ যেহেতু এই সময়ে প্রাকৃতিক উপায়ে পানি পাওয়া যায় না বৃষ্টিপাত ও তুলনামূলক কম হয়। তাই সেচ দেয়ার জন্য নির্ভর করতে হয় বিভিন্ন ডীভ শ্যালো মেশিন এর উপর।
খোরদো গ্রামের একজন কৃষক আজাদের সাথে কথা বলে জানা যায় এই চাইনিজ মৌসুমের ধান কাটা প্রতি মন মন পাওয়া যায় যদি পর্যাপ্ত সেচ ব্যবস্থা থাকে এবং সঠিক পরিচর্যা করা হয় তাহলে এমন ফসল পাওয়া সম্ভব। তিনি আরো জানান ধানের বর্তমান বাজারমূল্য বেশ ভালো পাশাপাশি সার কীটনাশক গুলো বেশ অল্প দামে পাওয়া যাচ্ছে তাই এই মৌসুমে ধান বেশ লাভজনক। উলুডাঙ্গা পাটুরিয়া মাঠের একজন ডিপ মালিক নাজমুল হাসান নয়ন এর সাথে কথা বলে জানা যায় আমার ডিমের আওতায় প্রায় দেড়শ বিঘা জমি আছে। বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে পেলে আমরাও কৃষকের প্রয়োজনীয় পানি সরবরাহ করতে পারব। আমরা সার্বিক খরচ বিবেচনা করে কৃষকের কাছ থেকে পানি সেচ খরচ বাবদ ১৫০০-২০০০ টাকা নিই। তিনি আরো জানান যদি বিএডিসি প্রকল্পের আওতায় কোন সহায়তা পাওয়া যেত তাহলে কৃষকের পানি সেচ খরচ আরো কম নিতে পারতাম।
আহসান উল্লাহ
০১৭৬১৫৭৩৩৫৭

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।