রবিবার, ৫ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া দেয়াড়ায় মানব পাচার প্রতিরোধে সংলাপ
কলারোয়া দেয়াড়ায় মানব পাচার প্রতিরোধে সংলাপ

কলারোয়া দেয়াড়ায় মানব পাচার প্রতিরোধে সংলাপ

আহসান উল্লাহ,খোরদো (কলারোয়া) প্রতিনিধিঃ
কলারোয়া উপজেলার ১১ নম্বর দেয়াড়া ইউনিয়ন পরিষদে সি ডব্লিউ সি এস এর উদ্যোগে মানব পাচার প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান (মফে)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সি ডব্লিউ সি এস কাউন্সিলর তামান্না আঞ্জুমান। মানব পাচার সম্পর্কিত বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য ও পাচারের শিকার মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এই এনজিওটি। পাশাপাশি মানব পাচারের সাথে জড়িত এমন মানবরূপী অসাধু দালালদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে জানান এনজিওটির সেন্টার ইনচার্জ রোমানা ইয়াসমিন। যারা পাচারের শিকার হয়ে সর্বস্ব হারিয়ে দেশে ফিরেছেন তাদের পুনরায় বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ এবং সরকারিভাবে বিদেশ যাওয়ার জন্য দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে। পাচারের শিকার একজন যুবক নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান আমাকে সরকারিভাবে বিদেশ পাঠাবে বলে টাকা নিয়ে আত্মসাৎ করে একজন দালালকে আইনের আওতায় এনে আমার টাকা আদায়ের চেষ্টা করছেন সিডাব্লিউসি এস এবং আমাকে ব্যবসায়িক প্রশিক্ষণ দিচ্ছেন আমি সেখানে প্রশিক্ষণ নিচ্ছি এবং ব্যবসা সম্পর্কে খুঁটিনাটি জ্ঞান অর্জন করেছি।সেখানে আরো অনেকে আছে যারা পুনরায় বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ নিচ্ছে।
আহসান উল্লাহ
০১৭৬১৫৭৩৩৫৭

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।