রবিবার, ৫ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
নোয়াখালীতে জুয়ার আসরে গ্রামবাসীর ঘেরাও; মাদক-জুয়া মুক্ত ঘোষনা
নোয়াখালীতে জুয়ার আসরে গ্রামবাসীর ঘেরাও; মাদক-জুয়া মুক্ত ঘোষনা

নোয়াখালীতে জুয়ার আসরে গ্রামবাসীর ঘেরাও; মাদক-জুয়া মুক্ত ঘোষনা

নতুন সূর্য ডেস্কঃ

নোয়াখালী জেলা সদরের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের হাজী মার্কেটে ঘটনাটি ঘটে। হাজী রওশন আলী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে জুয়ার আসর বসে।এতে স্থানীয় জুয়াড়িদের সাথে অংশ নেয় বিভিন্ন এলাকার পেশাদার জুয়াড়িরাও।

রবিবার(২৪ জানুয়ারি) রাতে
এলাকাসী ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জমজমাট আসর জমিয়ে আসছে জুয়াড়িরা।করোনা কালে এর প্রকোপ বেড়ে গেছে বহুগুণ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যুবক-কিশোরদের অনেকে আসক্ত হচ্ছে জুয়ার মত বাজে নেশায়।

দীর্ঘদিন ধরে চলে আসা জুয়ার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন- “জুয়াড়িরা এই এলাকাকে তাদের জন্য নিরাপদ মনে করে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, “রাত দশটায় গ্রামবাসী তাদের ঘেরাও করে।ঘেরাও শেষে ঝটিকা মিছিল করে তারা।”

এতে অংশ নেয় বিভিন্ন শ্রেনি-পেশার শত শত বিক্ষুব্ধ জনতা।এসময় জুয়া বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় মসজিদের খতীব মাওলানা আশরাফ আলি।

তিনি বলেন “হাজী মার্কেট এলাকা জুয়া ও মাদক মুক্ত ঘোষনা করা হলো।’ পরবর্তীতে এধরনের অসামাজিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের ধারস্থ হওয়ার পাশাপাশি আরো কঠিন পদক্ষেপের কথাও জানান তিনি। গ্রামবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে সমাবেশ শেষ হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।