শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু
পাইকগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

পাইকগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

সরদর ইউনুছ আলী, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় গত তিনদিনে সড়ক দুর্ঘটনায় তিনজনের করুণ মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে নতুন বাজার এবং রোববার বিকাল সাড়ে ৫টার দিকে হাবিব নগর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনার ঘটনা ঘটে। প্রত্যক্ষদশী ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, পৌরসভার ১নং ওয়ার্ড গোপালপুর গ্রামের মৃত তোরাব সরদারের ছেলে রেজাউল ইসলাম বুলি (৪২) ঘটনার দিন শনিবার রাত ১১টার দিকে নতুন বাজারে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিল। এ সময় রাত ১১টার দিকে দ্রুতগামী একটি প্রাইভেটকার রেজাউলকে চাঁপা দিলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তালা নামক স্থানে রেজাউলের মৃত্যু হয়।

অপরদিকে রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্যামনগর গ্রামের মৃত নূরুজ্জামান সরদারের ছেলে ইমরান সরদার ওরফে জুলফিকার (২৫) মটর সাইকেল যোগে কপিলমুনির দিকে যাওয়ার পথে হাবিব নগর মাদরাসা সংলগ্ন এলাকায় পৌছালে খুলনা থেকে আসা যাত্রীবাহী বাস ইমরানকে চাঁপা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি এজাজ শফী জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ঢাকা মেট্রো-গ ১৫-৪৩৩২ নং প্রাইভেটকার ও খুলনা মেট্রো-জ-০৫-০০৫৭ নং যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে।

কপিলমুনি পাইকগাছা মহাসড়কের দরগাহমহল নামক স্হানে ট্রাক ও মটরসাইকেল সংঘর্ষে মটরসাইকেল আরোহী লক্ষীখোলা কলেজিয়েট স্কুলের ছাত্র সাকিবুল নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে ২৭/০১/২০২১ বুধবার বিকাল ৪ ঘটিকার সময়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।