শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরা পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, নির্বাচন সামগ্রী প্রদান
সাতক্ষীরা পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, নির্বাচন সামগ্রী প্রদান

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, নির্বাচন সামগ্রী প্রদান


মনিরুল ইসলাম মনিঃ

রোববার সাতক্ষীরা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে
প্রতিটি বুথের প্রিসাইডিং অফিসারের হাতে প্রতিটি কেন্দ্রে ইভিএম
ম্যাশিনসহ নির্বাচন সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটায়
সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এর উদ্বোধন করেন জেলা
নির্বাচন কমিশনার ও রিটার্ণিং অফিসার মোঃ নাজমুল কবীর। একই সাথে
নির্বাচন শান্তিপূর্ণ রাখতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং অফিসার মোঃ নাজমুল কবীর
জানান, ১৪ ফেব্র“য়ারি রোববার সাতক্ষীরা পৌরসভায় শান্তিপূর্ণ নির্বাচনকে
ঘিরে নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ি সব ধরণের প্রস্তুতি সম্পন্ন
হয়েছে। শনিবার দুপুর আড়াইটা থেকে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ইভিএম
ম্যাশিনসহ নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩৭টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ
হিসেবে ধরা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে একজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে
মোবাইল কোট পরিচালিত হবে। প্রতিটি বুথে একজন উপপরিদর্শকের নেতৃত্বে
চারজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া চারজন পুরুষ ও তিনজন করে
পুরুষ স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। পুলিশ ছাড়া তিন ব্যাটালিয়ন বিজিবি ও
আনছার মোতায়েন থাকবে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেনের
নেতৃত্বে নয়টি ওয়ার্ডকে তিনটি ভাগে ভাগ করে সার্কেল পর্যায়ের একজন
করে অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে
১২ জন নারী ও সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ
পৌরসভার ৮৯ হাজার ২২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে
নারী ভোটার ৪৫ হাজার ৮০৬ এবং পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮জন
মনিরুল ইসলাম মনি, ১৩.০২.২১
কমিশানারের কার্যালয় থেকে ভোট সামগ্রী প্রদান করা হচ্ছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।