বুধবার, ৮ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সেলিম খানঃ

বহুল আলোচিত সাতক্ষীরার ঐতিহ্যবাহী প্রেসক্লাব নির্বাচন ২০২১ শেষ হয়েছে।বিপুল উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ৬ মার্চ নির্বাচনটি সম্পন্ন হয়।নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়েই প্রার্থীরা নির্বাচিত হতে হয়েছে। রামকৃষ্ণ চক্রবর্তী ৪৮ ভোটে ৬ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব মমতাজ আহমেদ বাপ্পী ৫৪ ভোটে, জনাব আব্দুল ওয়াজেদ কচিকে ৫১ ভোটে ১ ভোটের ব্যবধানে সহ- সভাপতি হয়েছেন হাবিবুর রহমান৫২ ভোট পেয়ে , জনাব আবুল কাশেম ৪৩ ভোটে আর শেখ আহসানুর রহমান রাজীব ৫ ভোটে ৬ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আলী সুজন ৫৪ ভোট ,জনাব ইয়ার হোসেন ৫১ ভোট পেয়ে ১ ভোটের ব্যবধানে যুগ্মসাধারণ সম্পাদক হয়েছেন জনাব আব্দুল জলিল৫২ ভোট, জনাব মোঃ রবিউল ইসলাম ৪১ভোট পেয়ে ১৭ ভোটের ব্যবধানে, সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইন্দুর জামান ইদ্রিস, জনাব মোশারফ হোসেন ৪৬ ভোট পেয়ে ৮ ভোটের ব্যবধানেঅর্থ সম্পাদক হয়েছেন শেখ মাসুদ হোসেন ৫৪ ভোটে, কৃষ্ণমোহন ব্যানার্জি ৪৩ ভোট পেয়ে ১৪ ভোটের ব্যবধানে সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হয়েছেন জনাব শহিদুল ইসলাম ৫৭ ভোটে, জনাব ইব্রাহিম খলিল ৪৭ ভোট পেয়ে ৮ ভোটের ব্যবধানে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ ফরিদ আহমেদ ময়না ৫৫ ভোটে নির্বাহী সদস্য হয়েছেন যারা, জনাব আব্দুল গফুর সরদার৫৭ ভোটে, জনাব মকসুমুর হাকিম৬০ ভোটে, মাসুদুর জামান সুমন ৫৬ভোটে, জনাব এম শাহীন গোলদার ৫৭ ভোটে, এবং সেলিম রেজা মুকুল ৫৪ নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে মোট ২৭ কোন প্রার্থী অংশগ্রহণ করে দুটি প্যানেলে নির্বাচনটি করেন প্রার্থীগণ। শুধুমাত্র স্বতন্ত্র ছিলেন সাধারণ সম্পাদক পদে ১ জন, ২টি প্যানেলে ১৩ জন করে মোট ২৬ জন নির্বাচন প্রার্থী ছিলেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সংখ্যা ১০৪ জন নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকলের অংশগ্রহনে নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করেছেন নির্বাচন কমিশন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।