সোমবার, ৬ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে ডিজিএফআই’র বিভাগীয় প্রধান শ্যামনগর পরিদর্শনে
নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে ডিজিএফআই’র বিভাগীয় প্রধান শ্যামনগর পরিদর্শনে

নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে ডিজিএফআই’র বিভাগীয় প্রধান শ্যামনগর পরিদর্শনে

নতুন সূর্য ডেস্কঃ

আগামী ২৭ মার্চ সাতক্ষীরার শ্যামনগরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করবেন। তার আগমনের পূর্ব প্রস্তুতির তোড়জোড় হিসেবে খুলনা বিভাগীয় ডিজিএফআই প্রধান কর্নেল মোঃ নাহিদুজ্জামান উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের কালী মন্দির সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন ডিজিএফআই বিভাগীয় প্রধানকে যশোরেশ্বরী কালী মন্দির ও তার পার্শ্ববর্তী এলাকা এবং হেলিকপ্টার নামার জন্য ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় মাঠ সহ বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থান ও কালী মন্দির সম্পর্কে অবগত করেন এবং ঘুরে ঘুরে দেখান। এসময় তিনি জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যানের আন্তরিকতা, সহযোগিতা ও ব্যবহারে সন্তুষ্ট প্রকাশ করে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কালী মন্দির সংলগ্ন এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর করে সাজানোর জন্য এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় দেখভাল করার জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা কামনা করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের সাথে কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে তাদের প্রতিক্রিয়া জানতে চাইলে প্রতিউত্তরে স্থানীয় জনগণ শ্যামনগরের মাটিতে এই প্রথম কোন ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় রাখতে এবং তাকে একনজর দেখার জন্য আগ্রহ চিত্তে অপেক্ষা করছে বলে জানান। আরো বলেন, ভারতীয় প্রধানমন্ত্রীর আগমনের সাথে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শ্যামনগরের মাটিতে যেন পা রাখেন এটাই তাদের একমাত্র দাবী ও কাম্য। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, সাতক্ষীরা ডিজিএফআই সহকারি পরিচালক খন্দকার আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজার গিফফারী, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহীদুল­াহ, ঈশ্বরীপুর প্যানেল চেয়ারম্যান আ’লীগ নেতা গোলাম মোস্তফা (বাংলা), অত্র কালী মন্দিরের পুরোহিত দিলীপ কুমার মুখার্জি সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।