শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

কলারোয়ায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ৫২৮ জনের ভাতা প্রদান
কলারোয়ায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ৫২৮ জনের ভাতা প্রদান

কলারোয়ায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ৫২৮ জনের ভাতা প্রদান

সেলিম খান :

কলারোয়া উপজেলায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পঙ্গু বয়স্ক বিধবা ভাতা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে। প্রতি তিন মাস অন্তর এসকল ভাতা প্রধান করা হয়। তারি ধারাবাহিকতায় রবিবার সকাল ১০টা থেকে সমাজসেবা অফিস প্রাঙ্গণে এসকল ভাতা প্রদনা বিতরণ করা হয়।
৫২৮ জনের মধ্যে ৭৯৩৫০০টাকা প্রদান করা হয়।
এ সময় কলারোয়া উপজেলা সমাজসেবা অধিদপ্তর অফিসার মোঃ নূর আলম নাহিদ উপস্থিত থেকে গরিব-দুঃখীর প্রতিবন্ধী ও বয়স্ক এবং প্রতিবন্ধীদের হাতে টাকা ঠিক তুলে দেন।

মো:নূর আলাম নাহিদ সাংবাদিকদের জানান, বাংলাদেশ প্রধানমন্ত্রী নির্দেশনা প্রতিটি বয়স্ক, প্রতিবন্ধী, এবং বিধবা ভাতা প্রদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।আগামীতে এ সকল মানুষের ভোগান্তি কমাতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সেবা প্রদান করা হবে আগামীতে মোবাইলের ব্যাংকিংয়ের মাধ্যমে সেবা পাবে প্রত্যেকটা গ্রাহক সে কাজ ও আমরা চালিয়ে যাচ্ছি এসব কাজের পাশাপাশি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।