শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
দিনে দিনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প
দিনে দিনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প

দিনে দিনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প


আহসান উল্লাহ,খোরদো (কলারোয়া) প্রতিনিধিঃ
কলারোয়া উপজেলার খোরদো গ্রামে কিছু পাল সম্প্রদায় বসবাস করে। এদের কাজ মাটির জিনিস তৈরি করা। কিন্তু দিনে দিনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প। সনাতন পাল, নারায়ণ পাল ও বিজয় পাল জানান, আগের মতো আমাদের ব্যবসা চলে না। হাটে বাজারে এই মৃৎশিল্পের উপকরণ আগের মতো কেনাবেচা হয় না। কারণ জানতে চাইলে তারা বলেন, বছরে দুই একবার যেমন শীতের মৌসুমে খেজুরের ভাঁড়ের প্রয়োজন হয়। তাই এখনো কিছুটা চলছে কয়েকবছর পরে এগুলো আর চলবে না বলে হতাশা প্রকাশ করেন। এগুলো বিলুপ্তির পথে প্রায়। বিভিন্ন কলকারখানায় প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি হচ্ছে হাড়ি পাতিল, কলস, ভাড়,মালসা, সরা ও টালির পরিবতে এখন প্লাস্টিকেরও টিন তৈরি হচ্ছে। এর কারণে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।