শনিবার, ১৮ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
যথাযোগ্য মর্যাদায় কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত
যথাযোগ্য মর্যাদায় কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২১’ নানান কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ১৭মার্চ বুধবার সূর্যোদ্বয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, সহকারি কমিশনার(ভূমি) আক্তার হোসেন, থানা প্রশাসনের পক্ষে অফিসার
ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির, মুক্তিযোদ্ধার পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌরসভার পক্ষে মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগের পক্ষে সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, মহিলা আ’লীগের পক্ষে সভানেত্রী সহকারি অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, প্রেসক্লাবের পক্ষে সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারন সম্পাদক মাস্টার রাশেদুল হাসান কামরুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে আরএমও ডাক্তার শফিকুল ইসলাম, কপাই’র পক্ষে সাধারন সম্পাদক এ্যাড, শেখ কামাল রেজা, সন্তোষ পাল, সাংবাদিক দীপক শেঠ, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক নেতা বদরুজ্জামান, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, গার্লস স্কুলের পক্ষে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব,রিপোটার্স ক্লাবের পক্ষে সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, যুবলীগের পক্ষে সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, পৌর আ’লীগের পক্ষে সাধারন সম্পাদক সহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস স্টেশন, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শিশুদের উপস্থিতিতে বেলুন, পায়রা উড্ডয়ন ও কেক কাটা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয। নির্ধারিত সময়ে দুস্থ ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন, দোয়া মাহফিল, চিত্র প্রদর্শন,সাজসজ্জা, পরিস্কার পরিচ্ছন্নতা,
অংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সব শেষে সন্ধায় বর্ণিল আতশবাজি
প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।