সোমবার, ৬ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
কলারোয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

কলারোয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচে কলারোয়ার উপজেলা প্রাথমিক শিক্ষক টিমকে ৪৬ রানে হারিয়েছে কালিগঞ্জ। মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় কালিগঞ্জ প্রাথমিক শিক্ষক দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সফিকুল ইসলাম ২৯ বলে ৫৪ রান, মহাসিন ১৯ বলে ২৫ রান ও বিকাশ ৮ বলে ২৫ রান করেন। বোলিংয়ে কলারোয়ার পক্ষে রনি ও মিলন ৩টি করে উইকেট লাভ করেন। কলারোয়া প্রাথমিক শিক্ষক দল ২৫৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯৫ রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে হারুন ১৬ বলে ২৯ রান, সাইফুল ১১ বলে ১৩ রান, রনি ২৯ বলে ৫৬ রান ও মিলন ১৯ বলে ৩৩ রান করেন। বোলিংয়ে কালিগঞ্জের পক্ষে শফিকুল ইসলাম, সোহাগ ও মোস্তাফিজুর ২টি কওে উইকেট লাভ করেন। ফলে কালিগঞ্জ প্রাথমিক শিক্ষক দল ৪৬ রানে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা বোলার মনোনীত হন কলারোয়া দলের রনি। সেরা ব্যাটসম্যান মনোনীত হন বিজয়ী দলের শফিকুল ইসলাম।
ম্যাচ কমিশনার ছিলেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা। আম্পায়ার ছিলেন মাস্টার অনুপ কুমার ঘোষ ও মিজানুর রহমান। স্কোরারের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর হোসেন ও জাহিদ হোসেন। ধারাবিবরণীতে ছিলেন মাস্টার শেখ শাহজাহান আলী শাহিন, প্রধান শিক্ষক আসাদুর জামান সেন্টু।
খেলাটি উপভোগ করেন কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম, মেকিকেল অফিসার ডা. মাহদি আল মাসুদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (এটিও) হুমায়ুন কবির, কালিগঞ্জের এটিও মোস্তাফিজুর রহমান, এটিও জহুরুল ইসলাম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, শিক্ষক দীপক শেঠ, আজাদুর রহমান খান চৌধুরী পলাশ সহ অন্যান্য ক্রীড়া প্রেমী মানুুষ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।