রবিবার, ৫ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
খুলনায় বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন
খুলনায় বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন

খুলনায় বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন

নতুন সূর্য ডেস্কঃ

‘খুলনায় বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন আজ শনিবার (২০ মার্চ) সকাল ১০টায় খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ আয়োজন। খুলনায় বঙ্গবন্ধুর সফরের ওপর ভিত্তি করে এ বইটি রচিত হয়েছে।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইটি মোড়ক উন্মোচন করেন। ‘খুলনার জেষ্ঠ্য সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু এ বইয়ের রচয়িতা। প্রকাশনায় দৈনিক কালান্তর সম্পাদক কাজী তারিক আহমদ। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কেইউজে’র সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু প্রমুখ।

১৯৪২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু ৬৬ বার খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট মহাকুমা সফরের ওপর ভিত্তি করেই এ বইয়ের রচনা। বইয়ে দুর্লভ কিছু ছবি স্থান পেয়েছে। এটি লেখকের দ্বিতীয় গ্রন্থ। এর আগে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর লেখকের প্রথম প্রকাশনা ‘খুলনার গণমাধ্যম, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ’ নামক বইয়ের মোড়ক উন্মোচন হয়েছিল।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।