শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

১১ এপ্রিল ভোট না নেয়ার নীতিগত সিদ্ধান্ত
১১ এপ্রিল ভোট না নেয়ার নীতিগত সিদ্ধান্ত

১১ এপ্রিল ভোট না নেয়ার নীতিগত সিদ্ধান্ত

নতুন সূর্য ডেস্কঃ

দেশে আবারো বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এ অবস্থায় আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সিদ্ধান্তটি চূড়ান্ত হবে আগামী ১ এপ্রিল। নির্বাচন কমিশন ভবনে সোমবার এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয় ইসি।

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, করোনা পরিস্থিতির কারণে নির্বাচন নিয়ে আমরা আলোচনা করেছি। এ অবস্থায় নির্বাচন চালিয়ে যাওয়া ঠিক হবে না বলেই আমাদের কাছে মনে হয়েছে।

তিনি আরো বলেন, পরিবেশ-পরিস্থিতি আমরা আরো একটু পর্যবেক্ষণ করব এবং তার পরই সিদ্ধান্ত নিতে চাই। আমাদের মনে হয়েছে, নির্বাচন চালিয়ে নেওয়া ঠিক হবে না। কিন্তু তার পরও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আরো দেখব। আরো দুই দিন আগামী ১ এপ্রিল চূড়ান্ত সিদ্ধান্ত নেব আমরা।

ইসি সূত্রে জানা যায়, আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে। এ ছাড়া একই দিন ১১টি পৌরসভায়ও ভোট গ্রহণের কথা রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।