শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় উদ্ধারকৃত টিয়া পাখি হস্তান্তর
কলারোয়ায় উদ্ধারকৃত টিয়া পাখি হস্তান্তর

কলারোয়ায় উদ্ধারকৃত টিয়া পাখি হস্তান্তর

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার কলারোয়া ও যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী বেলতলা নামক স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানে উদ্ধারকৃত ৩৮টি টিয়া পাখি বন্যপ্রাণি অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট, বন্য প্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ, খুলনার নিকট হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রাণি সম্পদ কর্মকর্তার তত্ত্বাবধানে থাকা পাখি গুলি গ্রহণ করেন বন্য প্রাণি অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের ওয়াইল্ড রেঞ্জার মোঃ লুৎফর পারভেজ।
প্রসঙ্গত, গত সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন চৌধুরী’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত বিভিন্ন গণ পরিবহন তল্লাশি করার সময় যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেলতলা নামক স্থানে ঢাকা মেট্রো ব ১৫-১১৭৭ নম্বর গাড়ী থেকে অবৈধভাবে পরিবহণকালে বিদেশি প্রজাতির নানা রঙের ৩৮টি টিয়া পাখি উদ্ধার করেন। এসময় উদ্ধারকৃত পাখি গুলির কোন দাবীদার বা মালিক পাওয়া যায়নি। পরবর্তীতে উদ্ধারকৃত পাখি গুলি রক্ষণাবেক্ষণের জন্য উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার তত্ত্বাবধানে দেওয়া হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।