সোমবার, ৬ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরার ছেলে চিত্র শিল্পি তরুণ কান্তি বইমেলায় সাড়া ফেলেছে
সাতক্ষীরার ছেলে চিত্র শিল্পি তরুণ কান্তি বইমেলায় সাড়া ফেলেছে

সাতক্ষীরার ছেলে চিত্র শিল্পি তরুণ কান্তি বইমেলায় সাড়া ফেলেছে

নতুন সূর্য ডেস্ক:

প্রতি বছর ফেব্রুয়ারি মাসজুড়ে হয় বইমেলা। আর অমর একুশে বইমেলা মানেই লেখক পাঠক আর সাধারণ মানুষের সমাবেশ। কিন্তু মহামারির কারণে বইমেলা এবার সময়মত না হয়ে শুরু হয়েছে গত ১৮ মার্চ থেকে, চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। লক ডাউনেও চলছে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আর এই মেলায় প্রতিবছর দেখা মেলে বাংলাদেশের কয়েকজন হাতেগোনা চিত্রশিল্পী মধ্যে সাতক্ষীরা তরুণ কান্তির সাথে। তিনি প্রায় ১৫ বছর যাবৎ বইমেলায় সরাসরি মানুষ দেখে হুবহু যেন কোন মানুষের চেহারা ৫-১০ মিনিটেই আঁকেন। নিশ্চয়ই অবাক হওয়ার কথা। বিশ্বাস না হলে মেলায় যে কেউ এসে দেখতে পারেন।
তরুণ কান্তি বলেন, বইমেলা মানেই সংস্কৃতি প্রেমি মানুষের আনাগোনা, আর ভাষার জন্য যেমন মেলা তেমনি আঁকাও আদি ভাষার একটি রুপ, তাই পরস্পর কাছাকাছি হওয়াতে এই মেলায় বসে ছবি আঁকি। শুধু তাই নয়, প্রতিবছর বই প্রেমি মানুষের পাশাপাশি ছবি প্রেমি মানুষ আমাদের কাছে লাইন দেয় ছবি আঁকার জন্য। কেউ নিজের ছবি কিংবা মোবাইল থেকে ছবি দেখে অন্যকোন ছবি। তিনি প্রতি ছবি ৫০০ টাকা নেন। সবচেয়ে বড় কথা মেলায় সরাসরি ছবি আঁকলে হাতের প্রাকটিসটা সবলতার পাশাপাশি মানুষ বিনোদন ও শিল্প উদ্বুদ্ধ হয়। একই সাথে দেশ বিদেশের মানুষের সাথে পরিচয় ঘটে। তবে এবারের বইমেলায় চিত্রশিল্পীরা তেমন সাড়া পাচ্ছেননা। কারণ করোনা পরিস্থিতিতে লোক সমাগম কম। মেলায় প্রবেশের জন্য মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে আসা এইচএসসি পরীক্ষার্থী সুমাইয়া আলম বলেন, অনেক দিনের শখ নিজের চেহারাটা পেন্সিলে দেখার। অবশেষে শিল্পী তরুণ কান্তি আমার চেহারাটা অবিকল এঁকেছেন। আমি খুব আনন্দিত। সাভার থেকে আসা রফিক নামে এক ব্যক্তি জানান, মেলায় বেশ ক’জন চিত্রশিল্পী মেলায় প্রবেশ করলে দেখা যায়, এখানে সবচেয়ে নিখুত কাজ করেন তরুণ কান্তি সরকার। আমি তার আঁকা দেখে উদ্বুদ্ধ হয়ে আমি ও আমার পরিবারের ছবি এঁকে নিয়েছি। তরুণ কান্তি সরকার এখন বাংলাদেশে পোর্ট্রেইট শিল্পীদের মধ্যে একটি অনন্য নাম। তিনি দেশ ও দেশের বাইরে বেশ সুপরিচিত হয়েছেন অনেক আগ থেকেই। বাংলা একাডেমির অনুমোদিত কয়েকজন চিত্রশিল্পীর মধ্যে সাতক্ষীরার তরুণ কান্তি সরকার অন্যতম। উল্লেখ্য, মুজিববর্ষে এই গুণী শিল্পী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ একটি পোস্টার তৈরি করে সাতক্ষীরাবাসিকে তাক্ লাগিয়ে দিয়েছেন। পোস্টারটি এখন সারা বাংলাদেশে বিক্রি হয়। সাতক্ষীরা আশাশুনির পুইজালা গ্রামের তরুণ কান্তি সরকার বার বার জাতীয় পর্যায় কাজ করার সুযোগ মিলেছে। তিনি সকলের ভালোবাসা ও দোয়া কামনা করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।