শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
করোনাকালে ঋণ আদায়ে  জাগরণী চক্র ফাউন্ডেশনকে  জরিমানা
করোনাকালে ঋণ আদায়ে  জাগরণী চক্র ফাউন্ডেশনকে  জরিমানা

করোনাকালে ঋণ আদায়ে জাগরণী চক্র ফাউন্ডেশনকে জরিমানা

শেখ মারুফ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

বাগেরহাটের কচুয়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনকে করোনাকালে চাপ দিয়ে ঋণ আদায়ের অভিযোগে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে করোনাকালে ঋণ আদায় কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুজিৎ দেবনাথ ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুজিৎ দেবনাথ বলেন, ‘করোনাকালে সরকারি নির্দেশনা উপেক্ষা করে জাগরণী চক্র ফাউন্ডেশন গ্রাহকদের চাপ দিয়ে ঋণ আদায় করছিল। এই অভিযোগে দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ আরও বলেন, ‘এর আগেও জাগরণী চক্র ফাউন্ডেশনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এসেছিল। আমরা জাগরণী চক্র ফাউন্ডেশনের বাধাল শাখাসহ কয়েকটি এনজিওর বিভিন্ন শাখাকে সতর্ক করেছিলাম। কোনো এনজিও যদি কিস্তির জন্য ঋণ গ্রহিতাদের চাপ প্রদান করে, তাহলে আমাদেরকে জানাতে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদেরও বলা হয়েছে। কোনো এনজিও ‘র বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।