শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
শ্মশানের বাইরে ‘হাউসফুল’ বোর্ড,লাশের লম্বা লাইন
শ্মশানের বাইরে ‘হাউসফুল’ বোর্ড,লাশের লম্বা লাইন

শ্মশানের বাইরে ‘হাউসফুল’ বোর্ড,লাশের লম্বা লাইন

নতুন সূর্য ডেস্কঃ

মৃত্যুমিছিল থামছে না। শ্মশানের বাইরে লাইন পড়ে যাচ্ছে কোভিডে মৃতদের। বাধ্য হয়েই তাই শ্মশানের বাইরে ‘হাউসফুল’ বোর্ড ঝুলিয়ে দিল ভারতের কর্নাটকের একটি শ্মশান। কর্নাটকের চামরাজপেটের শ্মশান এটি।

এই শ্মশানে এক দিনে ২০টি মরদেহ দাহ করার পরিকাঠামো আছে। কিন্তু কর্তৃপক্ষের বারবার বলা সত্ত্বেও শ্মশানের বাইরে মরদেহের লাইন পড়ে যাচ্ছিল। ভিড়ও বাড়ছিল। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই ‘হাউসফুল’ বোর্ড ঝুলিয়ে দেন তারা।ইতোমধ্যে কর্নাটক সরকার ২৩০ একর জমি ধার্য করেছে কোভিড শ্মশানের জন্য। তা সত্ত্বেও কোভিড রোগীর মৃতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে পেরে ওঠা যাচ্ছে না। প্রায় প্রতিটি শ্মশানের বাইরেই কোভিডে মৃতদের লম্বা লাইন পড়ে যাচ্ছে। গত রবিবার মোট ২১৭ জনের মৃত্যু হয় কর্নাটকে। তার মধ্যে বেঙ্গালুরুতেই হয়েছে ২০টি মৃত্যু।

এই শোচনীয় অবস্থা দেখে এর আগে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকেই প্রিয়জনের শেষকৃত্যের জন্য তাদের নিজস্ব জমি ব্যবহার করার অনুরোধও করা হয়।

সূত্র: আনন্দবাজার 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।