বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
শর্তসাপেক্ষে নাগরিকদের বিদেশ ভ্রমণের অনুমতি দিল সৌদি সরকার
শর্তসাপেক্ষে নাগরিকদের বিদেশ ভ্রমণের অনুমতি দিল সৌদি সরকার

শর্তসাপেক্ষে নাগরিকদের বিদেশ ভ্রমণের অনুমতি দিল সৌদি সরকার

নতুন সূর্য ডেস্কঃ

সৌদি নাগরিকেরা শর্তসাপেক্ষে আগামী ১৭ মে থেকে বিদেশ ভ্রমণে যেতে পারবেন। এক বছরের বেশি সময় পর সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়,নাগরিকেরা ভূমি সীমান্ত, নৌপথ ও আকাশপথ ব্যবহার করে দেশের বাইরে যেতে পারবেন।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মূলত তিন ধরনের নাগরিক বিদেশভ্রমণ করতে পারবেন, যারা কোভিড-১৯ টিকার দুই ডোজ নিয়েছে, যারা অন্তত ১৪ দিন আগে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছে এবং যারা গত ছয় মাসের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে।এছাড়াও টিকা কার্যক্রমের আওতার বাইরে থাকা ১৮ বছরের কম বয়সী সৌদিরাও বিদেশ ভ্রমণ করতে পারবেন। তবে তাদের ক্ষেত্রে দেশটির কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত বিমা পলিসি থাকতে হবে বলে জানায় সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

এদিকে, পবিত্র রমজানকে সামনে রেখে গত মাসে কোভিড-১৯-এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা সম্পন্নদের জন্য স্বাস্থ্যবিধি মেনে উমরাহ পালনের অনুমতি দেয় সৌদি আরব।

উল্লেখ্য, গত বছর মহামারি করোনাভাইরাসের প্রকোপ শুরুর পরপরই নাগরিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব। তিন কোটি ৪২ লাখ জনগোষ্ঠীর দেশটিতে ৯ লাখের বেশি মানুষকে কোভিড-১৯-এর টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত দেশটিতে চার লাখ ১৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় সাত হাজার মানুষের।

সূত্র: আরব নিউজ

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।