শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ইরাকের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ইরাকের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ইরাকের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

নতুন সূর্য ডেস্কঃ

বাগদাদের করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮০ জনের মৃত্যুর ঘটনায় পদত্যাগ করলেন ইরাকের স্বাস্থ্যমন্ত্রী হাসান আল তামিমি।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তামিমির ওপর থেকে বরখাস্তের সিদ্ধান্ত সরিয়ে নেওয়া হয়। এরপরই পদত্যাগ করেন তিনি। বৈঠকে ইবনে খতিব হাসপাতালের পরিচালকসহ শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের চাকরিচ্যুত করার ঘোষণা আসে।২৪ এপ্রিল অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণ থেকে হাসপাতালটিতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। জরুরি চিকিৎসা নিতে থাকা ১২০ রোগীকে সরানো হয় আশপাশের তিনটি হাসপাতালে। রাতভর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

ওই দুর্ঘটনার পর দেশটির বাকি করোনা হাসপাতালগুলোর অবকাঠামো খতিয়ে দেখার নির্দেশ দেয় সরকার। ইরাকে করোনায় মোট প্রাণহানি সাড়ে ১৫ হাজারের ওপর।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।