রবিবার, ৫ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
ভাঙ্গায় বিকাশ প্রতারক চক্রের ১১ সদস্য গ্রেফতার
ভাঙ্গায় বিকাশ প্রতারক চক্রের ১১ সদস্য গ্রেফতার

ভাঙ্গায় বিকাশ প্রতারক চক্রের ১১ সদস্য গ্রেফতার

নতুন সূর্য ডেস্কঃ

ফরিদপুরে ভাঙ্গায় বিকাশ প্রতারক চক্রের ১১ জন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২টার দিকে ভাঙ্গা থানা পুলিশ কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া ও কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এসময় তাদের কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ৩২টি মোবাইল সেট ও ৫৮টি সিম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে রবিবার ভাঙ্গা থানায় প্রতারণার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পরে পুলিশ তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে রবিবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করে।আটক ব্যক্তিরা হলেন-কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের ফিরোজ বেপারী (৩৩), রায়হান বোপরী (১৯), আকাশ বেপারী (২২), কাউলীবেড়া গ্রামের সাকিব ফকির (২০), কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের ফারুক সেক (২৭), ওবায়দুর (৩৫), ইব্রাহীম মীর (২২), রাসেল তালুকদার (২১), হানিফ মীর (৪৫), চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী গ্রামের ছিদ্দিক মোল্লা (২৮) ও আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের হানিফ খন্দকার (২২)।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের ১১ জনকে গ্রেফতার করেছি। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গার মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।