বুধবার, ৮ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
উপকূলবাসীর একটাই দাবি “ত্রাণ চাই না,টেকসই বেড়িবাঁধ চাই”
উপকূলবাসীর একটাই দাবি “ত্রাণ চাই না,টেকসই বেড়িবাঁধ চাই”

উপকূলবাসীর একটাই দাবি “ত্রাণ চাই না,টেকসই বেড়িবাঁধ চাই”

শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিবেদকঃ

ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিন্দী নদীর পানি বৃদ্ধির ফলে বেড়িবাঁধ ভেঙে গত ২৬ মে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দহা সহ প্লাবিত হয়েছে বিভিন্ন গ্রাম । এলাকার হাজার হাজার লোকজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বেড়িবাঁধ সংস্কারে অংশগ্রহণ করে বেড়িবাঁধ রক্ষার্থে। কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার সংলগ্ন কাকশিয়ালী নদীর উপচে পড়া পানিতে তলিয়ে যায় নদী তীরবর্তী উভয় কূলের জনপদ, নাজিমগঞ্জ বাজারে জোয়ারের পানি প্রবেশ করলে এতে ক্ষতির আশংকায় ব্যবসায়ীরা। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথ সহ প্লাবিত হয় গুরুত্বপূর্ণ রাস্তা ঘাট ।

এদিকে আজ (২৭ মে) দুপুরে জোয়ারের পানি বৃদ্ধির ফলে মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দহা বেড়িবাঁধ পুনরায় ভেঙে যায় ফলে ক্ষিপ্র গতিতে প্লাবিত হতে থাকে । বসতবাড়িতে পানি ঢুকে পানি বন্দী হচ্ছে এলাকাবাসী এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশংকা করছেন তারা। গবাদি পশু সহ প্রয়োজনীয় মালামাল নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন এলাকাবাসী। ক্ষতি গ্রস্ত হয়েছে মৎস্য ঘের। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনই নিরুপন করা যায়নি। উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন স্থানীয় মানুষের সহযোগিতায় বেড়িবাঁধ মেরামতের জন্য নিরলস প্রচেষ্টা করছেন । ক্ষতিগ্রস্ত উপকূল বাসির একটাই দাবি, ত্রাণ চাই না, টেকসই বেড়িবাঁধ চাই। টেকসই বেড়িবাঁধ এর দাবি জানিয়ে শেখ নাজমুল আহসান জানান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে অনুরোধ ইয়াস’ তান্ডবের পরবর্তী জলোচ্ছ্বাস এ প্রকৃতির এই নির্মম আচারনে ক্ষত-বিক্ষত উপকূলবাসী। ভেসে গিয়েছে হাজার হাজার চিংড়ীর ঘের। আমাদের এই প্রবল ঘূর্ণিঝড় প্রবনিত দক্ষিণ জনপদে ত্রানের চাহিদা নেই, মানুষের একটিই প্রর্তাশা সেনাবাহিনীকে দিয়ে টেকশই বেড়িবাধ দিয়ে এই জনপদ কে রক্ষা করা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।