রবিবার, ৫ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত
কলারোয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

কলারোয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত


সেলিম খান:
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর পটল চাষীদের কে নিয়ে পটল চাষের অন্যতম সন্ধ্যামণি জাত উপরে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন প্রকল্পের আওতায় জৈব কৃষি এবং জৈবিক বালাই দমন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

জনাব মো: মিজানুর রহমানের সভাপতিত্বে
কলারোয়া উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার লুৎফর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন , নিরাপদ খাদ্য উৎপাদন পারে প্রতিটি মানুষকে সুস্থ রাখতে। আগামী প্রজন্মকে সুস্থ-সবল রাখতে দেশে অবশ্যই একটি নিরাপদ খাদ্য ব্যবস্থা করতে হবে।বিশ মুক্ত খাদ্য আমরা ইতোমধ্যেই বিদেশে রপ্তানি করেছি এবং আগামীতেও আপনাদের চেষ্টা অব্যাহত রয়েছে। বাইরের দেশে আমরা যদি বিশ মুক্ত ফসল রপ্তানী করতে পারি তবে আমরাও নিজ দেশে বিশ বাজারজাতকরণ করা সম্ভব হবে বলে মনে করেন এ কৃষিবিদ কমকর্তা। কলারোয়া কৃষি অফিস আপনাদের যে সকল প্রশিক্ষণ দিচ্ছেন উৎপাদন অব্যাহত থাকলে নিরাপদ খাদ্য উৎপাদনে এগিয়ে যাবে দেশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ ইমরান হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উদ্ভিদ সংরক্ষণ অফিসার জনাব মোঃ মনিরুল ইসলাম।উপ-সহকারী কৃষি অফিসার আলী আজগর প্রমুখ।
এসময় বীজ উৎপাদনকারি চাষিদের নগদ অর্থ প্রদান করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।