বুধবার, ১৫ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় বিনা মাস্কে ঘুরলে করোনা টেস্ট বাধ্যতামূলক;২১ টেস্টে ২ পজেটিভ
পাইকগাছায় বিনা মাস্কে ঘুরলে করোনা টেস্ট বাধ্যতামূলক;২১ টেস্টে ২ পজেটিভ

পাইকগাছায় বিনা মাস্কে ঘুরলে করোনা টেস্ট বাধ্যতামূলক;২১ টেস্টে ২ পজেটিভ

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় আরোপিত বিধিনিষেধ কার্যকর করতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। কোন জেল জরিমানা নয়, মাস্ক ব্যবহার না করলেই বাধ্যতামূলক করোনা টেস্ট বিধিনিষেধ আরোপের ৫ম দিনে এমন নীতি অনুসরণ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

প্রশাসনের এ কর্মকর্তা সোমবার দুপুরে পৌর এলাকায় আরোপিত বিধিনিষেধ কার্যকর করতে পৌর সদরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় জেল জরিমানার পরিবর্তে করোনা টেস্ট বাধ্যতামূলক করেন যাদের মাস্ক নাই এমন ব্যক্তিদের ওপর। মাস্ক ব্যবহার করছে না এমন ২১ জন ব্যক্তির করোনার নমুনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে দুই জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। যে দু’জনের রিপোর্ট পজেটিভ হয় তাদেরকে তাৎক্ষনিকভাবে কোয়ারাইন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়। বিধিনিষেধ কার্যকর করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করায় সর্বমহলে প্রশংসিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন, ওসি (অপারেশন) স্বপন রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মুখপাত্র ডাঃ ইফতেখার বিন রাজ্জাক

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।