বুধবার, ১৫ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়ায় সোনালী ব্যাংকের ৮ কর্মকর্তা করোনায় আক্রান্ত, কার্যক্রম সাময়িকভাবে বন্ধ
কচুয়ায় সোনালী ব্যাংকের ৮ কর্মকর্তা করোনায় আক্রান্ত, কার্যক্রম সাময়িকভাবে বন্ধ

কচুয়ায় সোনালী ব্যাংকের ৮ কর্মকর্তা করোনায় আক্রান্ত, কার্যক্রম সাময়িকভাবে বন্ধ

শেখ মারুফ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

বাগেরহাটের কচুয়ায় সোনালী ব্যাংকের ৮ কর্মকর্তা করোনায় আক্রান্ত, কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আজ বুধবার (২৩ জুন) বাগেরহাটের কচুয়া সোনালী ব্যাংকের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কৃর্তৃপক্ষ।

সোনালী ব্যাংক লিমিটেড কচুয়া শাখার ব্যবস্থাপক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, রবীন্দ্র নাথ গাইন জানান, সিকিউরিটি গার্ডসহ আমাদের শাখায় মোট ১১ জন ষ্টাফ রয়েছে। এই ১১ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ৮ জন করোনা আক্রান্তের মধ্যে একজন সিকিউরিটি গার্ড, একজন ক্যাশ অফিসার ও আমি সুস্থ রয়েছি। যার ফলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যাংকের কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে সরকারি লেনদেন চলবে। এজন্য বাগেরহাট থেকে আসা একজন ক্যাশিয়ার আমার শাখায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তবে খুবই জরুরি হলে গ্রাহকদের টাকা দেব। এদিকে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি কচুয়া উপজেলা কার্যালয়ের এজিএম নাজমুল হাসানও করোনা আক্রান্ত হয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।