মঙ্গলবার, ১৪ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন
কলারোয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন

কলারোয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন করা হয়েছে।

বঙ্গমাতা “সংকটে সংগ্রামে নির্ভিক সহযাত্রী” ও “শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা”প্রতিপাদ্যে ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া, দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন ও অনুদানের অর্থ বিতরন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা তথ্য আপা অনিমা সরকার, প্রশিক্ষক সাদেকুন্নাহার সহ অন্যান্যরা।

কলারোয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সার্বিক সহযোগীতা ও পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার। সঞ্চলনা করেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়। পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মো. বিল্লাল হোসেন, প্রশিক্ষক মহিলা বিষয়ক অধিদপ্তর কলারোয়া।

অনুষ্ঠান শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিনে প্রশিক্ষণ প্রাপ্ত ৭ জন দুস্থ মহিলাদের ৭টি সেলাই মেশিন ও ২ জন হতদরিদ্র মহিলাকে ২ হাজার করে টাকা প্রদান করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।