বুধবার, ১৫ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত
সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ

কলারোয়া সোনাবাড়ীয়া  সম্মিলিত  মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 
অনুষ্ঠানমালার মধ্যে ছিলো-রবিবার দিবসের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, সকাল সাড়ে ৮টায় স্কুল হলরুমে স্বাস্থ্যবিধি মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি সরদার আমজাদ হোসেন, প্রধান শিক্ষক  আক্তার আসাদুজ্জামান চান্দু  নবগঠিত কমিটির সদস্যগন , শিক্ষকগণ  বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ  সোনাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও কলারোয়া  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল,আবদুল খালেক,জালাল ,আবু সুফিয়ান, রাজু, আব্দুস সালাম প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শহীদ সহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক । 

এদিকে, উপজেলার গার্লস পাইলট হাইস্কুল, মডেল হাইস্কুল, মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুল, বিএসএইচ সিংগা হাইস্কুল, বেত্রাবতী  হাইস্কুল, ভাদিয়ালি হাইস্কুল, বামনখালি হাইস্কুল, সরসকাটি হাইস্কুল, ধানদিয়া হাইস্কুল, কাজীরহাট হাইস্কুল, খোরদো হাইস্কুল, দেয়াড়া হাইস্কুলসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।