রবিবার, ৫ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
সউদী আরবে সিনেমা থেকে বছরে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার আয়
সউদী আরবে সিনেমা থেকে বছরে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার আয়

সউদী আরবে সিনেমা থেকে বছরে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার আয়

নতুন সূর্য ডেস্ক:

৩৫ বছরের নিষেধাজ্ঞা তুলে সউদী আরবে সিনেমা মুক্তি পাচ্ছে মাত্র চার বছর হলো। তবে সব সিনেমা নয়, সংবেদনশীল ধর্মীয় বা রাজনৈতিক বিষয়, যৌনতা এবং সমকামিতা স্পর্শ করে এমন সিনেমা এখনও নিষিদ্ধ দেশটিতে। পশ্চিম এশিয়ার সিনেমাগুলো সবচেয়ে বেশি মুক্তি পায় দেশটিতে। বর্তমানে সউদী আরবে ১৫৪টি সিনেমা হল চালু রয়েছে।

মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিম এশিয়ার শীর্ষ সিনেমার বাজারে পরিণত হতে যাচ্ছে সউদী আরব। ২০২০ সালে সউদী আরবের সিনেমার বাজার থেকে আয় হয়েছে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে সেই আয় বেড়েছে তিনগুণ। ২০২১ সালে সিনেমার বাজার থেকে সউদী আরবের আয় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৮৫০ কোটি টাকার বেশি।

ভ্যারাইটির প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সিনেমা পরিবেশক সংস্থা ভক্স তিন বছর আগে সউদী আরবে প্রবেশ করে। যারা এই তিন বছরে দেশটির ছয়টি শহরে নতুন ১৫টি সিনেমা হল খুলেছে। বর্তমানে দেশটিতে ১৫৪টি সিনেমা হল চালু আছে, যাতে ৫০০ স্ক্রিনে সিনেমা প্রদর্শিত হয়। এরই মধ্যে সউদী আরব তাদের বিনোদন খাতে ৬৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

এ ছাড়াও সউদী আরব বর্তমানে ড্যান্স মিউজিক ফেস্টিভ্যালের আয়োজনে জোর দিতে চায়। এরই মধ্যে সউদী রাষ্ট্রীয় অর্থায়নে দ্বিতীয় বারের মতো এমন একটি আয়োজন হয়েছে, যেখানে এক লাখ ৮০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।