রবিবার, ১৯ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
১২ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো আরব আমিরাত
১২ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো আরব আমিরাত

১২ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো আরব আমিরাত

নতুন সূর্য ডেস্কঃ

আফ্রিকার ১২ দেশের ওপরে জারি থাকা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াম এতথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়, দেশের অভ্যন্তরে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ৬ ফেব্রুয়ারি থেকে এসব দেশের বুস্টার ডোজ গ্রহণ করা নাগরিকরা আরব আমিরাত সফর করতে পারবেন।যেসব দেশ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে-কেনিয়া, তানজানিয়া, ইথিওপিয়া, নাইজেরিয়া, কঙ্গো, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, এস্বাতিনি, লেসোথো, মোজাম্বিক, নামিবিয়া ও জিম্বাবুয়ে।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে আফ্রিকার দেশগুলোতে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে এই নিষেধাজ্ঞা আরোপ করে সংযুক্ত আরব আমিরাত।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।