রবিবার, ১৯ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
বায়ুদূষণ কমাতে পরিকল্পনা দাখিল করতে হাইকোর্টের নির্দেশ
বায়ুদূষণ কমাতে পরিকল্পনা দাখিল করতে হাইকোর্টের নির্দেশ

বায়ুদূষণ কমাতে পরিকল্পনা দাখিল করতে হাইকোর্টের নির্দেশ

নতুন সূর্য ডেস্ক:

দেশজুড়ে বায়ুদূষণের পাশাপাশি সবচেয়ে দূষিত এলাকা চিহ্নিত ও দূষণ কমাতে পরিকল্পনা দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি গ্রহণ করে বিচারপতি ফারাহ মাহবুব ও এস এম মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রিটটি দাখিল করে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

উপযুক্ত স্থানে বায়ুর মান পর্যবেক্ষণে ব্যবহৃত কন্টিনিউয়াস এয়ার মনিটরিং স্টেশন (সিএএমএস) বসানো এবং বিপজ্জনক ও অস্বাস্থ্যকর বায়ু থেকে জনগণকে রক্ষা করতে অ্যালার্ট পদ্ধতি প্রবর্তন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া ইট পোড়ানোর বিকল্প পদ্ধতির উন্নয়ন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে নির্দেশ দেয়া হয়েছে। আর নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে বিবাদীদের (রেসপনডেন্ট) চার মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

একইসাথে এ সংক্রান্ত আদেশের জন্য আগামী ২৬ জুন পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।