সোমবার, ৬ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
আ.লীগ সরকার কোন অপরাধীকে ছাড় দেয়নি ভবিষ্যতেও দেবে না- শেখ তন্ময় এমপি
আ.লীগ সরকার কোন অপরাধীকে ছাড় দেয়নি ভবিষ্যতেও দেবে না- শেখ তন্ময় এমপি

আ.লীগ সরকার কোন অপরাধীকে ছাড় দেয়নি ভবিষ্যতেও দেবে না- শেখ তন্ময় এমপি

শেখ মারুফ হোসেনঃ

বাগেরহাটের কচুয়ার বাধাল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়ন আওয়ামীলীগের এক প্রতিনিধি সভায় কচুয়া-বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপি বলেছেন প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন ধর্ষন ও নারী নির্যাতন অনেক বড় অধরাধ। এসব বিষয়ে অপরাধীর দলমত বিবেচনা করা হবে না। ধর্ষকের বিচার হবেই। এমনকি আমার পাশেও দাড়ানো কোন ব্যক্তিও যদি অপরাধ করেন, তাকেও কোন ছার দেওয়া হবে না। দলীয় ট্যাগ লাগিয়েও কেউ অপরাধ করে পার পাবে না। আমার একমাত্র চাওয়া কচুয়া-বাগেরহাটের মানুষ শান্তিতে ঘুমাবে।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের অপরাধ আগের থেকে অনেক কমেছে, আওয়ামীলীগ সরকার কোন অপরাধীকে ছাড় দেয়নি ভবিষ্যতেও দেবে না। কচুয়ায় কোন অপরাধীর স্থান হবে না। আশা করি ভবিষ্যতে কচুয়া হবে অপরাধমুক্ত এলাকা।

সংসদ সদস্য শেখ তন্ময় আরও বলেন, ২০০১ সালে জামাত বিএনপি ক্ষমতায় আসার পরে দেশে হাজার হাজার মা বোনদের উপর বর্বর নির্যতন হয়েছিল। এমকি মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। বিএনপি জামাত ছিল জনবিচ্ছিন্ন দল। তারা কখনও মানুষের কাছে যেতে পারেনি।তাদের মুল কাজ হচ্ছে দেশের বিরুদ্ধে বিদেশী কুটনৈতিকদের কাছে গিয়ে দেশের কুৎসা করা ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। এখনও তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। দেশের উন্নয়ন তাদের সহ্য হয়না। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে, এ দেশের উন্নয়ন হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রাকে তরান্বিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

বাধাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোতয়াল ইলিয়াস আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সংগঠানিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, জেলা আওয়ামীলীগের সংগঠানিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, জেলা ধর্ম বিষয়ক সম্পাদক কেএম ফরিদ হাসান, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম খোকন, বাগেরহাট পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, কচুয়া উপজেলার সাধারন সম্পাদক এসএম আবু বক্কার সিদ্দিক, বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, আওয়ামীলীগ নেতা সম্রাট সাহাজান সেখ, সেলিম শিকদার প্রমুখ।

প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, যুগ্ম সাধারন সম্পাদক সেখ মোস্তফিজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক সেখ কামরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি এ্যাড: ভবরঞ্জন মন্ডল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: নওরোশুজ্জামান লালন, মঘিয়া ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী, বাগেরহাট জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও কাচুয়া উপজেলা যুবলীগের আহবায়ক সেখ মনিরুজ্জামান ঝুমুর, যুগ্ম আহবায়ক দিদার সুজন, ছাত্রলীগ সভাপতি হাজরা ইশতিয়াক হোসেন বাহাদুর, কৃষকলীগের সভাপতি ও কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, কৃষকলীগের সাধারন সম্পাদক মো: ছালাম মল্লিক, কচুয়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা, সেচ্ছাসেবক লীগ সভাপতি সেখ সুমন, সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কাজী শহিদুল ইসলাম, তাঁতীলীগের আহবায়ক সেখ সিরাজুল ইসলাম, মৎস্য লীগ সভাপতি রিপন শিকদার, আওয়ামীলীগ নেতা সেখ আসলাম হোসেন, সাধারন সম্পাদক শ্রমিকলীগ সেখ ছাদিকুল ইসলাম, মহিলা আওয়ামীলগের সাধারন সম্পাদক কাজল রানী মন্ডল, যুবমহিলা লীগের সভপতি তানিয়া আক্তার নাহার, সাধারন সম্পাদক আফরোজা আক্তার মীম সহ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ এবং বাধাল ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী এসময় উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।