রবিবার, ৫ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় পেশাজীবী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন
কলারোয়ায় পেশাজীবী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন

কলারোয়ায় পেশাজীবী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায়ায় স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে টি-২০’ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার(১১ মার্চ) দিন ব্যাপি সরকারি পাইলট হাইস্কুল মাঠে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ১ম খেলায় কলারোয়া উপজেলা প্রশাসন একাদশ কলারোয়া ব্যাংকার্স একাদশকে ৫১ রানে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। উপজেলা প্রশাসন একাদশের সংগৃহীত ১৯৯ রানের মধ্যে দলীয় অধিনায়ক ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী ব্যক্তিগত ৫৪ রান সংগ্রহ করায় জয়কে আরো সহজ করে তোলে।

২য় খেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একাদশকে ৩ ইউকেটে হারিয়ে থানা প্রশাসন জয়ী হয়ে ফাইনালে খেলার যোগ্যতা লাভ করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিনায়ক ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম। থানা প্রশাসন একাদশের নেতৃত্বে ছিলেন (অধিনায়ক) অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মীর আসাদুজ্জামান। ১ম খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন জয়ী দলের আবু তাহের। ২য় খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হলেন জয়ী দলের খেলোয়াড় রিয়াদ।

খেলা দুটি পরিচালনা করেন সাজু হালদার, ফারুক হোসেন স্বপন ও মিজানুর রহমান। স্কোরারের দায়িত্বে ছিলেন সাজেদুল করিম তপু। বোর্ড স্কোরার ছিলেন সাঈদ, তুষার, ইমন ও অহিদ। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন।

শনিবার(১২ মার্চ) দুপুরে একই মাঠে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন একাদশ ফাইনালে মুখোমুখি হবে বলে জানা যায়। খেলার উদ্বোধনী অনুষ্ঠান সহ মাঠে অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, হাসপাতলের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক(তদন্ত) হাফিজুর রহমান, কলারোয়ার কৃতি সন্তান চট্রগাম চ্যালেঞ্জার (বিপিএল)’র খেলোয়াড় মৃত্যুঞ্জয় চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউট সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, সাবেক ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, দৈনিক নতুন সূর্য,র সহ-সম্পাদক মোর্তজা হাসান ক্রীড়া সংগঠক মিলন হোসেনসহ অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।