রবিবার, ১৯ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় নকল ভেজাল ওষুধ বিক্রি বন্ধে গ্রাম ডাক্তারদের সভা
কলারোয়ায় নকল ভেজাল ওষুধ বিক্রি বন্ধে গ্রাম ডাক্তারদের সভা

কলারোয়ায় নকল ভেজাল ওষুধ বিক্রি বন্ধে গ্রাম ডাক্তারদের সভা

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি

বাংলাদেশ গ্রাম ডাক্তার আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটি’র সাতক্ষীরার কলারোয়ায় কমিটি গঠন, বার্ষিক শিক্ষা ভ্রমণ পরিকল্পনা, নকল ভেজাল ও নিন্মমানের ওষুধ বর্জন সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ মার্চ ) দুপুরে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলরুমে উপজেলা গ্রাম ডাক্তার ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ কাজী শামসুর রহমান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।

উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার শেখ মামুনুর রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ গ্রাম ডাক্তার আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মিজানুর রহমান ডাবলু।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপজেলার প্রায় দুই শতাধিক গ্রাম ডাক্তার নকল ভেজাল ওষুধ বিক্রি করবেন না বলে প্রধান অতিথির সামনে প্রতিজ্ঞাবদ্ধ হন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের শতকরা ৬৫ ভাগ মানুষ প্রাথমিকভাবে গ্রাম ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করে। এজন্য চিকিৎসা খাতে গ্রাম ডাক্তারাও গুরুত্বপূর্ণ অবদান রেখে কাজ করছে। কলারোয়া উপজেলাতে প্রায় সাড়ে ৮০০ জন গ্রাম ডাক্তার দক্ষতার সাথে গ্রামীণ পর্যায়ে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ায়ে চিকিৎসা সেবা দিচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার ওয়েল ফেয়ার সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার মোঃ হাসান সিদ্দিকী লাভু, ওয়েল ফেয়ার সোসাইটি কলারোয়া শাখার উপদেষ্টা গ্রাম ডাক্তার আব্দুল হান্নান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, উপজেলা দুপ্রক’র সভাপতি আক্তার আসাদুজ্জামান চান্দু, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুপ্রক’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।