রবিবার, ২৬ মে ২০২৪

ভাঙ্গায় ইন্টারচেঞ্জ দিয়ে ঘরে ফিরছে ১৯ জেলার মানুষ
ভাঙ্গায় ইন্টারচেঞ্জ দিয়ে ঘরে ফিরছে ১৯ জেলার মানুষ

ভাঙ্গায় ইন্টারচেঞ্জ দিয়ে ঘরে ফিরছে ১৯ জেলার মানুষ

নতুন সূর্য ডেস্কঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক (ঢাকা-ভাঙ্গা) এক্সপ্রেসওয়ে দিয়ে এসে ভাঙ্গা বহুমুখী ইন্টারচেঞ্জ দিয়ে ঘরে ফিরছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৯ জেলার মানুষ। তবে এবার ঘরে ফেরার অনুভূতিটা ভোগান্তির নয়, অনেকটা আনন্দের।

বেলা ১১টার দিকে ঢাকা থেকে ফেরার পথে ভাঙ্গার বাজার বাসস্ট্যান্ডে চা খাচ্ছিলেন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার সুরুজ মিয়া (৩২)। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তিনি বলেন, মাত্র ১ ঘন্টা ২০ মিনিটে ঢাকার গুলিস্থান থেকে ভাঙ্গায় আসলাম। কোথাও কোন যানজট নেই, নদী পারাপারের কোন ঝামেলা নেই।’ তার সাথে সুর মেলালেন ফরিদপুর নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের মুরাদ হোসেন (২৫)। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজায় কোন যানজট ছিল না। দুপুরের পর থেকে গাড়ির চাপ ও ঘরমুখো মানুষের ভিড় বাড়তে থাকে। তারপরেও এক্সপ্রেসওয়ের ভাঙ্গা এলাকায় কোন জট নেই। বিকাল ৪টার দিকে ঢাকা থেকে মাদারীপুরগামী একটি পরিবহন বাসের চালক বললেন, ভাঙ্গার বগাইল টোল প্লাজায় কোন ভিড় নেই। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদ উদ্দিন আহমেদ বলেন, এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ বেশি থাকলেও যানজট নেই।  

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।