শুক্রবার, ১৭ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
দেবহাটায় পিডি হার্থে অংশগ্রহণকারী শিশুদের মায়েদের সম্মিলিত সভা
দেবহাটায় পিডি হার্থে অংশগ্রহণকারী শিশুদের মায়েদের সম্মিলিত সভা

দেবহাটায় পিডি হার্থে অংশগ্রহণকারী শিশুদের মায়েদের সম্মিলিত সভা

দেবহাটা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ১৯২ জন পি ডি হার্থে অংশগ্রহণকারী শিশুদের মায়েদের অংশগ্রহণে একটি সম্মিলিত সভার আয়োজন করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহায়তায় ও সুশীলনের বাস্তবায়নে পরিচালিত দেবহাটা এরিয়া প্রোগ্রামের আওতায় স্বাস্থ্য ও পুষ্টি টেকনিক্যাল প্রোগ্রামের পি ডি হার্থে অংশগ্রহণকারী শিশুদের মায়েদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: গোলাম ফারুক বাবু।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন। কমিউনিটি ডেভেলপমেন্ট  অফিসার জোতস্না বালার সভাপতিত্বে সভার উদ্দেশ্য বর্ণনা করেন প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতান। বক্তব্যে প্রোগ্রাম ম্যানেজার জানান, দেবহাটা এরিয়া প্রোগ্রামের আওতায় ৭২০ জন শিশু পি ডি হার্থে অংশগ্রহণ করে যারমধ্যে ৭৯% শিশুর স্বাস্থ্যের উন্নতি সাধিত হয়েছে। সভার প্রধান উদ্দেশ্য হিসেবে তিনি সকল মায়ের উপস্থিতিতে মত বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। সভায় যেসকল শিশুর পুষ্টির মানের উন্নতি হয়েছে তাদের মায়েরা বক্তব্য রাখেন এবং পি ডি হার্থ সেশনে প্রস্তুতকৃত খিচুড়ি রান্না ও তার মান বজায় রাখতে করণীয় সম্পর্কে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তৃতায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার বক্তব্যে এরিয়া প্রোগ্রামের আওতায় এ উদ্যোগ গ্রহণের জন্য ভূয়সী প্রসংশা করেন এবং সেই সাথে ডেংগু মশার ব্যাপারে সবাইকে সচেতন থাকার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, এরিয়া প্রোগ্রামের উদ্যোগে একই দিনে কুলিয়ায় ২৪০ জন, দেবহাটায় ১৬৮ জন ও নওয়াপাড়ায় ১২০ জন শিশুর মায়েদের নিয়ে একযোগে এ সভা পরিচালনা করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।