মঙ্গলবার, ২১ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ায় চুঁইঝালের চারা চাষ করে লাভবান সন্তোষ বাসক
ডুমুরিয়ায় চুঁইঝালের চারা চাষ করে লাভবান সন্তোষ বাসক

ডুমুরিয়ায় চুঁইঝালের চারা চাষ করে লাভবান সন্তোষ বাসক

মোঃ ইমরান শেখ, চুকনগর, খুলনা:

ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের সন্তোষ বসাক (৫৮) তার চুঁইঝালের চারা চাষ করে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন।
‘দৈনিক নতুন সূর্য ‘ সাথে একান্ত আলাপকালে তিনি জানান, চুঁই লতা জাতীয় গাছ। এর কান্ড ধূসর , সবুজ এবং পান পাতার মতো দেখতে। চুঁইঝাল খেতে ঝাল হলেও এর রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গুন। এছাড়া মসলা হিসেবে ও ব্যবহৃত হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হাসের ও গরুর মাংস রান্না করতে।
তিনি আরোও জানান,
ইতোমধ্যে এগুলো বিক্রয়ের উপযোগী হয়েছে। ৫ থেকে ৬ মাস পর এই চারা ভালোভাবে বিক্রয় করা যায়। যে কোন সিজন এ এই চারা চাষ করা যায়।
বরাতিয়ার সন্তোষ বসাক ছাড়াও আরো ও অনেকে সফলভাবে চাষ করছেন

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।