মঙ্গলবার, ২১ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
ফ্রান্সে মহানবী (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফ্রান্সে মহানবী (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফ্রান্সে মহানবী (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আসাদুজ্জামান ফারুকীঃ

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে উলামায়ে কেরাম ও নবীপ্রেমিক তৌহিদী জনতার উদ্যোগে সাতক্ষীরার কলারোয়ায় মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি কলারোয়া উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে যশোর সাতক্ষীরা মহাসড়ক হয়ে চৌরাস্তা মোড়, ছাগলের হাট, পাবলিক ইনস্টিটিউট এর সামনে দিয়ে ফুটবল মাঠের শহীদ মিনারের কর্নারসহ প্রধান সড়ক প্রদক্ষিন করে।
রাসূলের অবমাননা, মেনে নেওয়া হবে না। বিশ্বনবীর অপমান, সইবে না আর মুসলমান।
তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবী মোস্তফা।
চলছে চলবে, মুসলিম লড়বে
ফ্রান্সের পণ্য, বর্জন কর করতে হবে। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান।
দুনিয়ার মুসলিম, এক হও ঐক্য গড়ো ইত্যাদি বলে মিছিলে তারা শ্লোগান দেয়। মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলারোয়া উলামা-মাশায়েখ ও সর্বস্তরের জনতার উদ্যোগে জাতীয় ইমাম সমিতি কলারোয়ার সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ফারুকী এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, ঝিকরা সানাপাড়া জামে মসজিদের খতিব মুহাদ্দিস হাবিবুর রহমান, কলারোয়া জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা ইমাম হাসান নাসেরী, কয়লা হোসাইনিয়া কওমি মাদ্রাসার শিক্ষক মাওলানা মিজানুর রহমান, খাদ্য গুদাম সংলগ্ন নতুন জামে মসজিদের খতিব মাওলানা খাদেমুল ইসলাম, নাথপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রুহুল কুদ্দুস, কাজিরহাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিসুর রহমান, বেত্রাবতী হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল,কলারোয়া আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক ক্রীড়াবিদ শেখ শাহাজান আলী শাহীন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক জাহিদুর রহমান প্রমূখ।

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন পলাশ ও কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলুর যৌথ ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতি কলারোয়ার কোষাধ্যক্ষ মাওলানা কামরুল ইসলাম, কলারোয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা তৌহিদুর রহমান, বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক মোজাহিদুল ইসলাম, কামরুল এহসান কাঁকন সহ নানান পেশার মানুষ।
সমাপনী আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব প্রবীণ আলেম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল বারী।

বক্তারা বলেন, নবীজীর ব্যঙ্গচিত্র এঁকে আমাদের হৃদয়ে আঘাত করা হয়েছে। আমরা তা মেনে নিতে পারি না। এর জন্যে ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জাতিসংঘের মহাসচিবের নিকট তারা এর বিচার দাবি করেন। এছাড়া তারা বলেন, আমাদের দেশে ফ্রান্স তাদের পণ্য বিক্রি করে ওই অর্থ দিয়ে আমাদেরকেই আঘাত করবে তা হতে দেওয়া যায় না। এসময় তারা সকল মুসলমানকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানান।

বক্তারা আরো বলেন ফ্রান্স দীর্ঘ দিন থেকে ইসলাম বিরোধী অবস্থানে নিজেকে কট্টরপন্থী হিসেবে বিশ্ববাসীর সামনে আপন কদর্য চেহারা বার বার উন্মোচিত করেছে। সম্প্রতি ফ্রান্সের একটি স্কুল শিক্ষকের অসহিষ্ণু ভূমিকার প্রেক্ষিতে জনৈক মুসলিম যুবকের প্রতিক্রিয়ায় গোটা ফ্রান্স জুড়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলাম বিদ্বেষ ছড়ানোয় তাদের উগ্র চেহারা আবারো বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। এহেন পরিস্থিতিতে শুধু মুসলমান কেন সকল মানবতাবাদী শক্তির হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।