রবিবার, ১৯ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার দেয়াড়ায় মানব পাচার প্রতিরোধে সেশন অনুষ্ঠিত
কলারোয়ার দেয়াড়ায় মানব পাচার প্রতিরোধে সেশন অনুষ্ঠিত

কলারোয়ার দেয়াড়ায় মানব পাচার প্রতিরোধে সেশন অনুষ্ঠিত




আহসানউল্লাহ,খোরদো প্রতিনিধি :

কলারোয়া উপজেলার দেয়াড়া
ইউনিয়নে মানব পাচার প্রতিরোধে যুব সমাজ ও কমিউনিটি
ভিত্তিক সংগঠনের সাথে অংশগ্রহণমূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। বে-
সরকারী সংস্থা সেন্টার ফর ওম্যান এন্ড চাইল্ড স্টাডিজ
(সিডাব্লিউসিএস) এর আশ্বাস প্রকল্পের মাধ্যমে মানব পাচার থেকে
উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য’ প্রকল্পের মাধ্যমে দেয়াড়া ইউনিয়নের
৪০ জন যুবক ও যুবতীদের নিয়ে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার খোরদো বাজার ইউনিয়ন পরিষদ
মিলনায়তন কক্ষে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো অপারেশন
এসডিসি’র অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায়
সিডাব্লিউসিএস এর বাস্তবায়নে দেয়াড়া ইউনিয়নের মানব পাচার
প্রতিরোধে যুব সমাজ ও কমিউনিটি ভিত্তিক সংগঠনের সাথে
অংশগ্রহণমূলক সেশন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দেয়াড়া
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর
রহমান মফে। সভাপতিত্ব করেন সেন্টার ফর ওম্যান এন্ড চাইল্ড স্টাডিজ
(সিডাব্লিউসিএস) এর কাউন্সিলর তামান্না আনজুমান। মানব
পাচার প্রতিরোধে যুব সমাজ ও কমিউনিটি ভিত্তিক সংগঠনের সাথে
অংশগ্রহণমূলক সেশন উপলক্ষে সচেতনামূলক আলোচনা করেন সেন্টার
ফর ওম্যান এন্ড চাইল্ড স্টাডিজ (সিডাব্লিউসিএস) এর কাউন্সিলর
তামান্না আনজুমান ,স্যোশাল মোবিলাইজার মাহমুদুল
হাসান,স্যোশাল মোবিলাইজার আছিয়া খাতুন। এ সময় উপস্থিত
ছিলেন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আকলিমা,মেম্বর রফিকুল ইসলাম
মিলন, মেম্বর কওসার আলী গাজী , স্যোশাল মোবিলাইজার আছিয়া
খাতুন, সেল্টার ইনচার্জ রোমানা ইয়াসমিন সহ অংশগ্রহণকারী

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।