মঙ্গলবার, ৭ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
প্রবীণ আলেম আছরারুজ্জামানের দাফন সম্পন্ন
প্রবীণ আলেম আছরারুজ্জামানের দাফন সম্পন্ন

প্রবীণ আলেম আছরারুজ্জামানের দাফন সম্পন্ন

প্রভাষক আসাদুজ্জামান ফারুকীঃ

কলারোয়ার কৃতিসন্তান বিশিষ্ট আলেমে দ্বীন
শার্শার সামটা ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ আছরারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। আসর বাদ ৬ জানুয়ারি মঙ্গলবার কলারোয়ার মরহুমের গ্রামের বাড়ি রায়টা নতুন বাজার ফুটবল মাঠে জানাজা শেষে এ দাফন অনুষ্ঠিত হয়।

দাফন পূর্ব জানাযা নামাজে মরহুমের জামাতা মাওলানা নুরুল হাসান এর পরিচালনায় আলোচনা রাখেন ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল বারী, বুরুজবাগান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন,সামটা সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান,কলারোয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী, সহকারী অধ্যাপক মাওলানা ওমর আলী,সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক এ.কে.এম ফজলুল হক,রায়টা দাখিল মাদ্রাসার সহ.সুপার মাওলানা মিজানুর রহমান,শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদাত হোসেন, মরহুমের ছোট ভাই মাওলানা আবু বক্কর সিদ্দিক এবং বড় ছেলে আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

বক্তারা বলেন-মরহুম আছরারুজ্জামান নিজেকে নিঃশেষিত করে সমাজকে আলোর পথে নিয়ে গেছেন। পঠন ও পাঠনে তার আলাদা বৈশিষ্ট্য ছিল। কঠিন ও জটিল কথাকে সহজভাবে প্রকাশ করার দক্ষতা ছিল। মেধাবী ও কম মেধাবী শিক্ষার্থী নির্বিশেষে সবাই তার ক্লাসে উপকৃত হতো
প্রথিতযশা আলেমে দ্বীন
কৃতজ্ঞতাবোধের প্রাবল্য তার জীবনকে মহিমান্বিত করে।

নামাজে জানাজায় দূর-দূরান্ত থেকে রেকর্ড পরিমাণ মানুষের উপস্থিতি তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার প্রমাণ। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম নসিব করুন।

আরো উপস্থিত ছিলেন কামারালী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওসমান গনি, বাঁকুড়া জে.কাটি দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ শহিদুল ইসলাম, মুরারীকাটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম, হামিদপুর সিনিয়র মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, জাতীয় ইমাম সমিতি কলারোয়ার সহ-সভাপতি কুশোডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইউসুফ আলী, অধ্যাপক ইন্তাজ আলী, সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আসাদুজ্জামান ফারুকী, সহ.সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর,শাকদহ কে.এম.আই.এস কলেজের প্রভাষক মোঃ সাইফুল্লাহ মামুন, হেলাতলা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মুহিদ, লাঙ্গলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমাম হোসেন, মাওলানা কবির হোসাইন প্রমুখ।
জানাজার নামাজের ইমামতি করেন মরহুমের ছোট জামাতা হযরত মাওলানা ইয়াহিয়া।

উল্লেখ্য: ৬ জানুয়ারি মঙ্গলবার ভোর ৩ টায় সাতক্ষীরায় ছোট জামাতা হযরত মাওলানা ইয়াহিয়ার বাসায় ইন্তেকাল করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।